ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের মাদক বিরোধী অভিযানে ২৯৯ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মাদক কারবারি মোঃ মুরাদ হোসেন‘ গ্রেফতার মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ বিমানবন্দরে নিরাপত্তা কর্মীর সঙ্গে যাত্রীর হাতাহাতি, কী ঘটেছিল? পাঁচবিবিতে আগামীর ভাবনা শীর্ষক কর্মশালা পুড়ে গেছে বকশীবাজার আদালতের এজলাস, যা বললেন পিপি একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার: ফখরুল সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক আমি ১০ জনের লিস্ট দিয়েছি এমন প্রমাণ কি আছে? ২ ঘণ্টার সময় দিয়ে শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ওসির ঝুলন্ত মরদেহ থানা থেকে উদ্ধার

অভিবাসী রুখতে ট্রাম্প-আমলের কঠোর নীতি বহাল থাকছে যুক্তরাষ্ট্রে

টাইটেল ৪২ আইনটি নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। এই আইনের সাহায্যে যে কোনো শরণার্থী, উদ্বাস্তু, অ্যাসাইলামসিকার, অভিবাসনপ্রত্যাশীকে বিনা নোটিশে দেশ থেকে বের করে দেওয়া যায়। এমনকি সীমান্তে আটকেও দেওয়া যায় অভিবাসী-শরণার্থীদের।

২০২০ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন করোনা মহামারিকে সামনে রেখে এই আইনটি কার্যকর করেছিল। তবে করোনা পরবর্তী সময়ে আইনটি জারি থাকবে কি না, তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল।

বাইডেন প্রশাসন আইনটি তুলে দিতে চাইলেও যুক্তরাষ্ট্রের ১৯টি সীমান্তবর্তী অঙ্গরাজ্য এটি কার্যকর রাখার পক্ষে দাবি জানায়। প্রতিটি রাজ্যই ছিল রিপাবলিকানদের দিকে ঝুঁকে। আদালত শেষ পর্যন্ত ৫-৪ ভোটে আইনটি আপাতত কার্যকর রাখার সিদ্ধান্ত দিয়েছে।

যদিও একইসঙ্গে আদালত জানিয়েছে, সীমান্তবর্তী যে সমস্যাগুলোর কথা রাজ্যগুলো বলছে, তার সঙ্গে করোনার কোনও সম্পর্ক নেই। ফলে করোনার আইন জারি রেখে সীমান্তের সমস্যা মেটানোর যে ভাবনা তারা জানিয়েছে, সেটি অর্থহীন।

টাইটেল ৪২ কী

১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রে প্রথম বিতর্কিত টাইটেল ৪২ আইনটি পাশ হয়। গণস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই আইন তৈরি হয়েছিল। কিন্তু আইনটি প্রথম কার্যকর হয় ২০২০ সালে ট্রাম্প প্রশাসনের হাত ধরে।

এই আইনের সাহায্যে অতি সহজেই ভিসাহীন অ-যুক্তরাষ্ট্রবাসীকে বিনা নোটিশে দেশ থেকে বিতাড়িত করা যায়। এখনও পর্যন্ত এই আইন দুই দশমিক পাঁচ মিলিয়ন বার প্রয়োগ হয়েছে বলে আদালতে জানিয়েছে প্রশাসন। এই আইনের সাহায্যে বহু শরণার্থীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

আইনজ্ঞদের বক্তব্য, শরণার্থী এবং অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে যুক্তরাষ্ট্রে নানা সমস্যা আছে। মঙ্গলবারও মেক্সিকো সীমান্তে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীরা ভিড় করেছেন। বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনকে ভাবতেই হবে।

কিন্তু টাইটেল ৪২ অত্যন্ত খারাপ আইন। অভিবাসনপ্রত্যাশী এবং শরণার্থীদের সঙ্গে অমানবিক আচরণ করার সুযোগ থাকে এই আইনে। করোনার সময় তা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। আর সেই কারণেই করোনাপরবর্তীকালে আইনটি তুলে নেওয়ার কথা বলা হয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের মাদক বিরোধী অভিযানে ২৯৯ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মাদক কারবারি মোঃ মুরাদ হোসেন‘ গ্রেফতার মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ

অভিবাসী রুখতে ট্রাম্প-আমলের কঠোর নীতি বহাল থাকছে যুক্তরাষ্ট্রে

আপডেট সময় ০৪:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

টাইটেল ৪২ আইনটি নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। এই আইনের সাহায্যে যে কোনো শরণার্থী, উদ্বাস্তু, অ্যাসাইলামসিকার, অভিবাসনপ্রত্যাশীকে বিনা নোটিশে দেশ থেকে বের করে দেওয়া যায়। এমনকি সীমান্তে আটকেও দেওয়া যায় অভিবাসী-শরণার্থীদের।

২০২০ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন করোনা মহামারিকে সামনে রেখে এই আইনটি কার্যকর করেছিল। তবে করোনা পরবর্তী সময়ে আইনটি জারি থাকবে কি না, তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল।

বাইডেন প্রশাসন আইনটি তুলে দিতে চাইলেও যুক্তরাষ্ট্রের ১৯টি সীমান্তবর্তী অঙ্গরাজ্য এটি কার্যকর রাখার পক্ষে দাবি জানায়। প্রতিটি রাজ্যই ছিল রিপাবলিকানদের দিকে ঝুঁকে। আদালত শেষ পর্যন্ত ৫-৪ ভোটে আইনটি আপাতত কার্যকর রাখার সিদ্ধান্ত দিয়েছে।

যদিও একইসঙ্গে আদালত জানিয়েছে, সীমান্তবর্তী যে সমস্যাগুলোর কথা রাজ্যগুলো বলছে, তার সঙ্গে করোনার কোনও সম্পর্ক নেই। ফলে করোনার আইন জারি রেখে সীমান্তের সমস্যা মেটানোর যে ভাবনা তারা জানিয়েছে, সেটি অর্থহীন।

টাইটেল ৪২ কী

১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রে প্রথম বিতর্কিত টাইটেল ৪২ আইনটি পাশ হয়। গণস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই আইন তৈরি হয়েছিল। কিন্তু আইনটি প্রথম কার্যকর হয় ২০২০ সালে ট্রাম্প প্রশাসনের হাত ধরে।

এই আইনের সাহায্যে অতি সহজেই ভিসাহীন অ-যুক্তরাষ্ট্রবাসীকে বিনা নোটিশে দেশ থেকে বিতাড়িত করা যায়। এখনও পর্যন্ত এই আইন দুই দশমিক পাঁচ মিলিয়ন বার প্রয়োগ হয়েছে বলে আদালতে জানিয়েছে প্রশাসন। এই আইনের সাহায্যে বহু শরণার্থীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

আইনজ্ঞদের বক্তব্য, শরণার্থী এবং অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে যুক্তরাষ্ট্রে নানা সমস্যা আছে। মঙ্গলবারও মেক্সিকো সীমান্তে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীরা ভিড় করেছেন। বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনকে ভাবতেই হবে।

কিন্তু টাইটেল ৪২ অত্যন্ত খারাপ আইন। অভিবাসনপ্রত্যাশী এবং শরণার্থীদের সঙ্গে অমানবিক আচরণ করার সুযোগ থাকে এই আইনে। করোনার সময় তা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। আর সেই কারণেই করোনাপরবর্তীকালে আইনটি তুলে নেওয়ার কথা বলা হয়েছিল।