ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আনিসুল হক আরেক মামলায় গ্রেফতার চান্দিনায় মারুতির পেছনে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু,অন্তঃসত্ত্বা মা সহ আহত ৩ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন মির্জা ফখরুল আ.লীগের সাবেক এমপি শফিউল রিমান্ডে চট্টগ্রামের মাদক বিরোধী অভিযানে ২৯৯ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মাদক কারবারি মোঃ মুরাদ হোসেন‘ গ্রেফতার মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ বিমানবন্দরে নিরাপত্তা কর্মীর সঙ্গে যাত্রীর হাতাহাতি, কী ঘটেছিল? পাঁচবিবিতে আগামীর ভাবনা শীর্ষক কর্মশালা পুড়ে গেছে বকশীবাজার আদালতের এজলাস, যা বললেন পিপি একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার: ফখরুল সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগাম সতর্কতায় ভারতজুড়ে সব হাসপাতালে কোভিড মহড়া

চীনে করোনার নতুন ভ্যারিয়েন্ট মিলেছে। ভারতের বিমানবন্দরে বেশ কিছু ব্যক্তির শরীরেও কোভিডের নতুন ধরনের ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। আর এরপরই তৎপর হয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দক্ষিণ এশিয়ার এই দেশটি জুড়ে সরকারি হাসপাতালগুলোতে শুরু হয়েছে কোভিড মহড়া। মূলত নতুন করে কোভিডের সংক্রমণ বাড়লে কীভাবে তা মোকাবিলা করা হবে, তা বুঝতেই এই মহড়া চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গ থেকে কেরালা, তামিলনাড়ু থেকে দিল্লি – সর্বত্রই চলছে কোভিড মহড়া।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রী মনশুখ মান্ডাভিয়া নিজে আছেন দিল্লির সাফদরজঙ্গ হাসপাতালে। তিনি বলেছেন, ‘কোভিডের প্রকোপ বাড়লে হাসপাতালগুলো যাতে তৈরি থাকে, তার জন্যই এই মহড়ার ব্যবস্থা করা হয়েছে।’

করোনাভাইরাসের কোভিডের প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে যে কোভিড যোদ্ধাদের তৈরি করা হয়েছিল, নতুন করে তাদের মহড়ায় নিয়ে আসা হচ্ছে বলেও স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে। দিল্লির হাসপাতালগুলোকে আগেই ১০৪ কোটি রুপি দেওয়া হয়েছে।

ওই অর্থ দিয়ে প্রয়োজনীয় ওষুধ আগে থেকেই কিনে রাখা হবে বলে জানানো হয়েছে। এছাড়া কর্ণাটকে হাসপাতাল এবং শিক্ষাকেন্দ্রগুলোতে ফের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। বার এবং রেস্তোরাঁয় কোভিডের দু’টি টিকা নেওয়া হয়েছে এমন সার্টিফিকেট দেখাতে হবে।

তামিলনাড়ুতে ভিড়ের জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। নতুন বছরের উৎসবে ভিড় এড়িয়ে চলার নির্দেশও দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, ছয়টি পর্যায়ে তারা কোভিড মোকাবিলার ব্যবস্থা করেছে। কোভিড পরীক্ষা বাড়ানো হচ্ছে। জিনোম পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অক্সিজেনের চাহিদা মেটানোর জন্য অতিরিক্ত অক্সিজেন সিলিন্ডার প্রস্তুত রাখা হচ্ছে।

ভারতে চলতি মাসে কোভিড শূন্যে গিয়ে ঠেকেছিল। কিন্তু গত এক সপ্তাহে ফের তা বাড়তে শুরু করেছে। চীনের নতুন ভ্যারিয়েন্ট ভারতে ঢুকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আর সে কারণেই অতিরিক্ত সতর্ক থাকছে সরকার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আনিসুল হক আরেক মামলায় গ্রেফতার

আগাম সতর্কতায় ভারতজুড়ে সব হাসপাতালে কোভিড মহড়া

আপডেট সময় ০৩:২৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

চীনে করোনার নতুন ভ্যারিয়েন্ট মিলেছে। ভারতের বিমানবন্দরে বেশ কিছু ব্যক্তির শরীরেও কোভিডের নতুন ধরনের ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। আর এরপরই তৎপর হয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দক্ষিণ এশিয়ার এই দেশটি জুড়ে সরকারি হাসপাতালগুলোতে শুরু হয়েছে কোভিড মহড়া। মূলত নতুন করে কোভিডের সংক্রমণ বাড়লে কীভাবে তা মোকাবিলা করা হবে, তা বুঝতেই এই মহড়া চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গ থেকে কেরালা, তামিলনাড়ু থেকে দিল্লি – সর্বত্রই চলছে কোভিড মহড়া।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রী মনশুখ মান্ডাভিয়া নিজে আছেন দিল্লির সাফদরজঙ্গ হাসপাতালে। তিনি বলেছেন, ‘কোভিডের প্রকোপ বাড়লে হাসপাতালগুলো যাতে তৈরি থাকে, তার জন্যই এই মহড়ার ব্যবস্থা করা হয়েছে।’

করোনাভাইরাসের কোভিডের প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে যে কোভিড যোদ্ধাদের তৈরি করা হয়েছিল, নতুন করে তাদের মহড়ায় নিয়ে আসা হচ্ছে বলেও স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে। দিল্লির হাসপাতালগুলোকে আগেই ১০৪ কোটি রুপি দেওয়া হয়েছে।

ওই অর্থ দিয়ে প্রয়োজনীয় ওষুধ আগে থেকেই কিনে রাখা হবে বলে জানানো হয়েছে। এছাড়া কর্ণাটকে হাসপাতাল এবং শিক্ষাকেন্দ্রগুলোতে ফের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। বার এবং রেস্তোরাঁয় কোভিডের দু’টি টিকা নেওয়া হয়েছে এমন সার্টিফিকেট দেখাতে হবে।

তামিলনাড়ুতে ভিড়ের জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। নতুন বছরের উৎসবে ভিড় এড়িয়ে চলার নির্দেশও দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, ছয়টি পর্যায়ে তারা কোভিড মোকাবিলার ব্যবস্থা করেছে। কোভিড পরীক্ষা বাড়ানো হচ্ছে। জিনোম পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অক্সিজেনের চাহিদা মেটানোর জন্য অতিরিক্ত অক্সিজেন সিলিন্ডার প্রস্তুত রাখা হচ্ছে।

ভারতে চলতি মাসে কোভিড শূন্যে গিয়ে ঠেকেছিল। কিন্তু গত এক সপ্তাহে ফের তা বাড়তে শুরু করেছে। চীনের নতুন ভ্যারিয়েন্ট ভারতে ঢুকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আর সে কারণেই অতিরিক্ত সতর্ক থাকছে সরকার।