আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার এবং ডেস্ক অফিসার ড. মারিও জিওরি।
আজ সোমবার (১২ ডিসেম্বর) ড. শাম্মী আহমেদ জানান, জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রস্টার এবং জার্মানির ফেডারেল ফরেন অফিসের বাংলাদেশ ও শ্রীলঙ্কার ডেস্ক অফিসার ড. মারিও জিওরির সঙ্গে বৈঠক হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের অংশ হিসেবে গতকাল রোববার দুপুরে তারা আমার গুলশানের বাসায় এসেছিলেন। আমরা মধ্যাহ্নভোজে মিলিত হয়েছিলাম।
এর আগে ড. শাম্মী আহমেদের একই বাসায় মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক হয়েছে। ক্ষমতাসীন দলের আন্তর্জাতিক সম্পাদক হিসেবে তার সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রায়শই বৈঠক হয়।