ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষক নিয়োগে সূক্ষ্ম কারচুপির অভিযোগ গোলাম রব্বানীর বিরুদ্ধে সংবাদ প্রচারের পর চাঞ্চল্য তৈরি হলেও অধরা খায়রুল ইসলাম (২য় পর্ব) গায়েবী ছাত্রীকে জায়েজে প্রধান শিক্ষক মনোজের অভিনব কূটকৌশল রাজধানী হাজারীবাগে নকশা ছাড়া সাততলা বাড়ি, জানেনা রাজউক নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ: রাজউকের নোটিশের জবাব দিতে গড়িমসি ভবন মালিকের নির্মম নির্যাতনের বিচার পাবেন কী ব্যারিস্টার সাকিলা ফারজানা? ঢাবি এলাকায় লম্পট বাবার যৌন নির্যাতনে মেয়ের মৃত্যু! নেত্রকোনায় আলোর ফেরিওয়ালা সেজে দুর্নীতির গডফাদার : অধ্যক্ষ ফারুকের বিচার ও অপসারণ দাবি যবিপ্রবির সামাজিক ক্লাব কতৃক -কোয়ান্টাম সাইন্স ফেস্ট -২০২৫ আয়োজন। পবিপ্রবিতে জাতীয় এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণে জলবায়ু পরিবর্তনে অর্থায়ন বিষয়ক কর্মশালা

সাংবা‌দিক ও সাহি‌ত্যিক ইমতিয়াজ আহমেদ এর তৃতীয় গল্পগ্রন্থ ‘অসমাপ্ত রাতের ছায়া’ থাক‌ছে বইমেলায়

  • অপূর্ব দাস
  • আপডেট সময় ০৯:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৫০৮ বার পড়া হয়েছে

বই মেলায় প্রকাশিত হচ্ছে ইমতিয়াজ আহমেদ এর তৃতীয় গল্পগ্রন্থ ‘অসমাপ্ত রাতের ছায়া’। প্রকাশনা সংস্থা কিংবদন্তী পাবলিকেশন থেকে বইটি প্রকাশ পেতে যাচ্ছে। বইয়ে ১৩ টি গল্প থাকছে। গল্পগুলো দুইভাগে বিভক্ত। অতিপ্রাকৃত এবং জীবনের গল্প।
বইটির প্রচ্ছদ করেছেন প্রচ্ছদ শিল্পী পরাগ ওয়াহিদ।

২০১৭ সালে ‘কুয়াশায় মোড়ানো বিকেল’ নামের গল্পগ্রন্থের মধ্য দিয়ে প্রথম বই প্রকাশ হয় ইমতিয়াজ আহমেদ এর। ২০১৮ সালের বইমেলায় প্রকাশিত উপন্যাস ‘শূন্যতা ছুঁয়ে যায়’ পাঠক প্রিয়তা অর্জন করে। ২০২০ সালে কিংবদন্তী পাকলিকেশন থেকে প্রকাশিত হয় ভৌতিক গল্পগ্রন্থ ‘মৃত্যু’। গত বইমেলায় কিশোর উপন্যাস ‘ভূতুড়ে জঙ্গল’ প্রকাশিত হয়। এরই ধারবাহিকতায় এ বছর বইমেলায় প্রকাশিত হচ্ছে অতিপ্রাকৃত ও জীবনের গল্প নিয়ে লেখা ‘অসমাপ্ত রাতের ছায়া’।

বইয়ের ফ্ল্যাপে লেখা রয়েছে, ‘অসমাপ্ত রাতের ছায়া। যে রাত শেষ হয় না। আমাদের মগজে-মননে ঝুলে থাকে। যে রাত বয়ে বেড়াতে হয় জীবনেও। এমনই কিছু গল্প নিয়ে সাজানো হয়েছে অসমাপ্ত রাতের ছায়া গল্পগ্রন্থটি। বইয়ের গল্পগুলোকে দুই ভাগে সাজানো হয়েছে। এখানে রয়েছে জীবনের গল্প, রয়েছে অতিপ্রাকৃত গল্প। তবে গল্পগুলো মানুষের কল্পনার জগতকে নাড়া দেয়। আশা-হতাশার মধ্যে ডুবে যেতে যেতে আশাকে আঁকড়ে ধরার প্রয়াস খুঁজে পায়। গল্পগুলো পাঠককে আনন্দ দেবে- এই প্রত্যাশা।’

শিক্ষকতা পেশায় জড়িত ইমতিয়াজ আহমেদ সাহিত্য চর্চা করছেন ছাত্রজীবন থেকেই। অন্যতম শখ বইপড়া থেকেই শিল্পসাহিত্যের সাথে জড়িয়ে আছেন। মফস্বলে দীর্ঘ ১৭ বছর প্রিন্ট এবং প্রতিষ্ঠিত অনলাইন সংবাদ মাধ্যমে সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে তার। গল্প-উপন্যাস ছাড়া কবিতারও বইও রয়েছে তার।

গল্পগ্রন্থ ‘অসমাপ্ত রাতের ছায়া’ সম্পর্কে জানতে চাইলে লেখক বলেন,’বইটিতে মোট ১৩ টি গল্প রয়েছে। অতিপ্রাকৃত এবং জীবনের গল্প মিলিয়ে বইটি প্রকাশিত হতে যাচ্ছে। প্রতিটি গল্পই সুক্ষ্মবার্তা দেবে পাঠককে। চিন্তার জগতে খানিকটা নাড়া দেবে। দেবে আনন্দও।’

প্রকাশক অঞ্জন হাসান পবন জানান,’বইটি বইমেলায় প্রকাশনীর ৭৫,৭৬ ও ৭৭ নং (টিএসসি গেইট সংলগ্ন) স্টলে পাওয়া যাবে। এছাড়া রকমারিসহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকে অর্ডার করা যাবে। আশা করি বইটি পাঠকের তৃষ্ণা মেটাবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষক নিয়োগে সূক্ষ্ম কারচুপির অভিযোগ গোলাম রব্বানীর বিরুদ্ধে

সাংবা‌দিক ও সাহি‌ত্যিক ইমতিয়াজ আহমেদ এর তৃতীয় গল্পগ্রন্থ ‘অসমাপ্ত রাতের ছায়া’ থাক‌ছে বইমেলায়

আপডেট সময় ০৯:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

বই মেলায় প্রকাশিত হচ্ছে ইমতিয়াজ আহমেদ এর তৃতীয় গল্পগ্রন্থ ‘অসমাপ্ত রাতের ছায়া’। প্রকাশনা সংস্থা কিংবদন্তী পাবলিকেশন থেকে বইটি প্রকাশ পেতে যাচ্ছে। বইয়ে ১৩ টি গল্প থাকছে। গল্পগুলো দুইভাগে বিভক্ত। অতিপ্রাকৃত এবং জীবনের গল্প।
বইটির প্রচ্ছদ করেছেন প্রচ্ছদ শিল্পী পরাগ ওয়াহিদ।

২০১৭ সালে ‘কুয়াশায় মোড়ানো বিকেল’ নামের গল্পগ্রন্থের মধ্য দিয়ে প্রথম বই প্রকাশ হয় ইমতিয়াজ আহমেদ এর। ২০১৮ সালের বইমেলায় প্রকাশিত উপন্যাস ‘শূন্যতা ছুঁয়ে যায়’ পাঠক প্রিয়তা অর্জন করে। ২০২০ সালে কিংবদন্তী পাকলিকেশন থেকে প্রকাশিত হয় ভৌতিক গল্পগ্রন্থ ‘মৃত্যু’। গত বইমেলায় কিশোর উপন্যাস ‘ভূতুড়ে জঙ্গল’ প্রকাশিত হয়। এরই ধারবাহিকতায় এ বছর বইমেলায় প্রকাশিত হচ্ছে অতিপ্রাকৃত ও জীবনের গল্প নিয়ে লেখা ‘অসমাপ্ত রাতের ছায়া’।

বইয়ের ফ্ল্যাপে লেখা রয়েছে, ‘অসমাপ্ত রাতের ছায়া। যে রাত শেষ হয় না। আমাদের মগজে-মননে ঝুলে থাকে। যে রাত বয়ে বেড়াতে হয় জীবনেও। এমনই কিছু গল্প নিয়ে সাজানো হয়েছে অসমাপ্ত রাতের ছায়া গল্পগ্রন্থটি। বইয়ের গল্পগুলোকে দুই ভাগে সাজানো হয়েছে। এখানে রয়েছে জীবনের গল্প, রয়েছে অতিপ্রাকৃত গল্প। তবে গল্পগুলো মানুষের কল্পনার জগতকে নাড়া দেয়। আশা-হতাশার মধ্যে ডুবে যেতে যেতে আশাকে আঁকড়ে ধরার প্রয়াস খুঁজে পায়। গল্পগুলো পাঠককে আনন্দ দেবে- এই প্রত্যাশা।’

শিক্ষকতা পেশায় জড়িত ইমতিয়াজ আহমেদ সাহিত্য চর্চা করছেন ছাত্রজীবন থেকেই। অন্যতম শখ বইপড়া থেকেই শিল্পসাহিত্যের সাথে জড়িয়ে আছেন। মফস্বলে দীর্ঘ ১৭ বছর প্রিন্ট এবং প্রতিষ্ঠিত অনলাইন সংবাদ মাধ্যমে সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে তার। গল্প-উপন্যাস ছাড়া কবিতারও বইও রয়েছে তার।

গল্পগ্রন্থ ‘অসমাপ্ত রাতের ছায়া’ সম্পর্কে জানতে চাইলে লেখক বলেন,’বইটিতে মোট ১৩ টি গল্প রয়েছে। অতিপ্রাকৃত এবং জীবনের গল্প মিলিয়ে বইটি প্রকাশিত হতে যাচ্ছে। প্রতিটি গল্পই সুক্ষ্মবার্তা দেবে পাঠককে। চিন্তার জগতে খানিকটা নাড়া দেবে। দেবে আনন্দও।’

প্রকাশক অঞ্জন হাসান পবন জানান,’বইটি বইমেলায় প্রকাশনীর ৭৫,৭৬ ও ৭৭ নং (টিএসসি গেইট সংলগ্ন) স্টলে পাওয়া যাবে। এছাড়া রকমারিসহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকে অর্ডার করা যাবে। আশা করি বইটি পাঠকের তৃষ্ণা মেটাবে।’