ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষক নিয়োগে সূক্ষ্ম কারচুপির অভিযোগ গোলাম রব্বানীর বিরুদ্ধে সংবাদ প্রচারের পর চাঞ্চল্য তৈরি হলেও অধরা খায়রুল ইসলাম (২য় পর্ব) গায়েবী ছাত্রীকে জায়েজে প্রধান শিক্ষক মনোজের অভিনব কূটকৌশল রাজধানী হাজারীবাগে নকশা ছাড়া সাততলা বাড়ি, জানেনা রাজউক নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ: রাজউকের নোটিশের জবাব দিতে গড়িমসি ভবন মালিকের নির্মম নির্যাতনের বিচার পাবেন কী ব্যারিস্টার সাকিলা ফারজানা? ঢাবি এলাকায় লম্পট বাবার যৌন নির্যাতনে মেয়ের মৃত্যু! নেত্রকোনায় আলোর ফেরিওয়ালা সেজে দুর্নীতির গডফাদার : অধ্যক্ষ ফারুকের বিচার ও অপসারণ দাবি যবিপ্রবির সামাজিক ক্লাব কতৃক -কোয়ান্টাম সাইন্স ফেস্ট -২০২৫ আয়োজন। পবিপ্রবিতে জাতীয় এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণে জলবায়ু পরিবর্তনে অর্থায়ন বিষয়ক কর্মশালা

দুই ব্রাজিলিয়ানের তাণ্ডবে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিলো রিয়াল

  • প্রতিবেদক
  • আপডেট সময় ০২:০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৫০৮ বার পড়া হয়েছে

প্রত্যাবর্তনের পরিপূরক হিসেবে প্রায় সময়ই আসে রিয়াল মাদ্রিদের নাম। চ্যাম্পিয়ন্স লিগে গতকাল বুধবার প্রত্যাবর্তনের আরও একটি উপমা তৈরি করেছে স্প্যানিশ ক্লাবটি। তবে এবার গোলের প্রত্যাবর্তন নয়, খেলার নিয়ন্ত্রণ নেওয়ার প্রত্যাবর্তন। সলজবার্গের বিপক্ষে শুরুতে কিছুটা অগোছালো থাকলেও ধীরে ধীরে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণই নিয়েছে রিয়াল। সলজবার্গকে হারিয়ে দিয়েছে ৫-১ গোলে।

সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে জোড়া গোল করেছেন দুই ব্রাজিলিয়ান রদ্রিগো ও ভিনিসিয়ুস। ঘরের মাঠে বাকি এক গোল করেছেন কিলিয়ান এমবাপে। অস্ট্রিয়ার ক্লাব সলজবার্গের হয়ে সান্ত্বনার এক গোল করেছেন ম্যাডস বিডস্ট্রাফ।

২৩ মিনিটে প্রথম গোল করে রিয়াল। ভিনিসিয়ুসের তৈরি করা কাউন্টার অ্যাটাকে গোলটি করেন রদ্রিগো। সলজবার্গের কাছ থেকে বলের নিয়্ন্ত্রণ নিয়ে জুড বেলিংহ্যামকে লম্বা পাস দেন ভিনিসিয়ুস। কিন্তু বেলিংহ্যাম বলের নিয়্ন্ত্রণ নিতে ব্যর্থ হন। ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডারের হারানো বলের নিয়ন্ত্রণ ক্ষিপ্রতার সঙ্গে দখলে নেন রদ্রিগো। পায়ের এক স্পর্শেই বল জমা করেন সলজবার্গের জালে।

৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। বেলিংহ্যামের গোড়ালির পেছন থেকে ফ্লিক করা পাসে বাঁকানো শটে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
রিয়ালের তৃতীয় গোল করেন এমবাপে, ৪৮ মিনিটে। ফরাসি তারকা গোলে ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর যখন সহজ জয়ের দিকে ছুটছে রিয়াল, তখন আরও দুটি করেন ভিনিসিয়ুস। ৫৫ ও ৭৭ মিনিটে গোল করেন ব্রাজিল তারকা। এতে ৫-০ তে এগিয়ে যায় রিয়াল।

৮৫ মিনিটে সলজবার্গের সান্ত্বনার একমাত্র গোলটি করেন বিডস্ট্রাফ।

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা ভালো হয়নি রিয়ালের। এক পর্যায়ে ২২তম স্থানে নেমে গিয়েছিল কার্লো আনচেলত্তির দল। সেই অবস্থান থেকে উন্নতি করে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এখন ১৬তম স্থানে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বর্তমান পরিসংখ্যানে পরের রাউন্ডে খেলা নিশ্চিত রিয়ালের। তবে সেরা ৮ দলের মধ্যে থাকতে হলে টুর্নামেন্টের বাকি এক ম্যাচে জিততেই হবে তাদেরকে; পাশাপাশি তাকিয়ে থাকতে অন্যান্য দলের ম্যাচগুলোর দিকেও।

সেরা ৮ দল সরাসরি যাবে শেষ ষোলোতে। টেবিলের পরে ১৬টি দল প্লে-অফের মাধ্যমে শেষ ষোলোতে আসবে।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষক নিয়োগে সূক্ষ্ম কারচুপির অভিযোগ গোলাম রব্বানীর বিরুদ্ধে

দুই ব্রাজিলিয়ানের তাণ্ডবে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিলো রিয়াল

আপডেট সময় ০২:০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

প্রত্যাবর্তনের পরিপূরক হিসেবে প্রায় সময়ই আসে রিয়াল মাদ্রিদের নাম। চ্যাম্পিয়ন্স লিগে গতকাল বুধবার প্রত্যাবর্তনের আরও একটি উপমা তৈরি করেছে স্প্যানিশ ক্লাবটি। তবে এবার গোলের প্রত্যাবর্তন নয়, খেলার নিয়ন্ত্রণ নেওয়ার প্রত্যাবর্তন। সলজবার্গের বিপক্ষে শুরুতে কিছুটা অগোছালো থাকলেও ধীরে ধীরে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণই নিয়েছে রিয়াল। সলজবার্গকে হারিয়ে দিয়েছে ৫-১ গোলে।

সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে জোড়া গোল করেছেন দুই ব্রাজিলিয়ান রদ্রিগো ও ভিনিসিয়ুস। ঘরের মাঠে বাকি এক গোল করেছেন কিলিয়ান এমবাপে। অস্ট্রিয়ার ক্লাব সলজবার্গের হয়ে সান্ত্বনার এক গোল করেছেন ম্যাডস বিডস্ট্রাফ।

২৩ মিনিটে প্রথম গোল করে রিয়াল। ভিনিসিয়ুসের তৈরি করা কাউন্টার অ্যাটাকে গোলটি করেন রদ্রিগো। সলজবার্গের কাছ থেকে বলের নিয়্ন্ত্রণ নিয়ে জুড বেলিংহ্যামকে লম্বা পাস দেন ভিনিসিয়ুস। কিন্তু বেলিংহ্যাম বলের নিয়্ন্ত্রণ নিতে ব্যর্থ হন। ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডারের হারানো বলের নিয়ন্ত্রণ ক্ষিপ্রতার সঙ্গে দখলে নেন রদ্রিগো। পায়ের এক স্পর্শেই বল জমা করেন সলজবার্গের জালে।

৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। বেলিংহ্যামের গোড়ালির পেছন থেকে ফ্লিক করা পাসে বাঁকানো শটে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
রিয়ালের তৃতীয় গোল করেন এমবাপে, ৪৮ মিনিটে। ফরাসি তারকা গোলে ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর যখন সহজ জয়ের দিকে ছুটছে রিয়াল, তখন আরও দুটি করেন ভিনিসিয়ুস। ৫৫ ও ৭৭ মিনিটে গোল করেন ব্রাজিল তারকা। এতে ৫-০ তে এগিয়ে যায় রিয়াল।

৮৫ মিনিটে সলজবার্গের সান্ত্বনার একমাত্র গোলটি করেন বিডস্ট্রাফ।

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা ভালো হয়নি রিয়ালের। এক পর্যায়ে ২২তম স্থানে নেমে গিয়েছিল কার্লো আনচেলত্তির দল। সেই অবস্থান থেকে উন্নতি করে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এখন ১৬তম স্থানে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বর্তমান পরিসংখ্যানে পরের রাউন্ডে খেলা নিশ্চিত রিয়ালের। তবে সেরা ৮ দলের মধ্যে থাকতে হলে টুর্নামেন্টের বাকি এক ম্যাচে জিততেই হবে তাদেরকে; পাশাপাশি তাকিয়ে থাকতে অন্যান্য দলের ম্যাচগুলোর দিকেও।

সেরা ৮ দল সরাসরি যাবে শেষ ষোলোতে। টেবিলের পরে ১৬টি দল প্লে-অফের মাধ্যমে শেষ ষোলোতে আসবে।