চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কলা অনন্য। চুলকে হাইড্রেট করে কলা। এছাড়া ফলটিতে থাকা ভিটামিন ই, সি এবং এ চুল মসৃণ, সিল্কি ও নরম করে। রোধ করে চুলের ফেটে যাওয়াও। জেনে নিন চুলের যত্নে কলা কীভাবে ব্যবহার করবেন।
যেভাবে বানাবেন কলার প্যাক
২টি পাকা কলা মসৃণ করে চটকে নিন। প্রয়োজনে ব্লেন্ড করে নিতে পারেন। এবার ২ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ টক দই ও ২ টেবিল চামচ নারিকেলের দুধ মেশান। আরও মেশান কয়েক ফোঁটা গোলাপজল ও ২ টেবিল চামচ অলিভ অয়েল।
যেভাবে ব্যবহার করবেন
চুলের জট ছাড়িয়ে নিন চিরুনি দিয়ে। চুল সামান্য ভিজিয়ে তারপর ভাগ করে নিন কয়েকটি অংশে। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত প্যাকটি লাগান। শাওয়ার ক্যাপ পরে আধা ঘণ্টা অপেক্ষা করে তারপর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।