গত মঙ্গলবার নোয়াগ্রামের অটোচালক রাশেদ চৌয়ারা আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষক নাসির উদ্দীন সরকারের গায়ে হাত তোলে এবং কলেজে প্রিন্সিপাল কে ১ঘন্টা চৌয়ারা বাজারে একটি দোকানে আটকে রাখে বেপরোয়া ভাবে মারধর করে। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তি এসে ছাত্রদের আন্দোলনকে অন্যদিকে মোড় ঘোরানোর চেষ্টা করে। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী অফিসার এসে ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানায় এবং কলেজে যেসকল রাজনৈতিক দলের লোকেরা দখলদারত্বের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে দ্রুতই অ্যাকশান নিবে বলে জানায়।
কিছু অসাধু ও রাজনৈতিক ব্যক্তিরা মাদকের আস্তানা গেড়েছেন চৌয়ারা আদর্শ ডিগ্রী কলেজের একটা ক্লাসরুমে। সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী অফিসার তা পরিদর্শন করেন এবং এসব বন্ধ করা হবে বলে জানান।
সব শেষে উপজেলা নির্বাহী অফিসার আশ্বাস দেন প্রশাসন শিক্ষার্থীদের পাশে আছে।