ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের পিঁড়িতে বসছেন কীর্তি সুরেশ

আগামী ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। বর দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি থাটিলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি।

গতকাল বুধবার (২৭ নেভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রেমিক অ্যান্টনির সঙ্গে প্রথম নিজের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে কীর্তি লিখেছেন— ১৫ বছর ধরে চলছে তাদের প্রেমসম্পর্ক।

দুবাইয়ের ব্যবসায়ী অ্যান্টনির সঙ্গে স্কুলে পড়াকালীন থেকেই বন্ধুত্ব কীর্তির। সেই বন্ধুত্ব পরবর্তী সময়ে প্রেমে পরিণত হয়। ২০০০ সালে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু হলেও নায়িকা হিসেবে ২০১৩ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর শীর্ষ সব তারকার সঙ্গে অভিনয় করেছেন কীর্তি।

আনন্দবাজার সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোয়াতে চার হাত এক হবে কীর্তি-অ্যান্টনির। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করবেন তারা। ডিসেম্বরের ৯ তারিখ থেকেই শুরু হয়ে টানা তিন দিন চলবে তাদের বিবাহ উৎসব।

এদিকে জানা গেছে, অভিনেতা থালাপতি বিজয়, অ্যাটলি কুমার, ন্যানিসহ দক্ষিণী অনেক তারকা উপস্থিত থাকবেন কীর্তির বিয়েতে। পাশাপাশি বলিউডের বরুণ ধাওয়ানসহ আরও কিছু অভিনেতা-অভিনেত্রী কীর্তির বিয়েতে উপস্থিত থাকার কথা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিয়ের পিঁড়িতে বসছেন কীর্তি সুরেশ

আপডেট সময় ০৩:৪৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

আগামী ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। বর দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি থাটিলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি।

গতকাল বুধবার (২৭ নেভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রেমিক অ্যান্টনির সঙ্গে প্রথম নিজের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে কীর্তি লিখেছেন— ১৫ বছর ধরে চলছে তাদের প্রেমসম্পর্ক।

দুবাইয়ের ব্যবসায়ী অ্যান্টনির সঙ্গে স্কুলে পড়াকালীন থেকেই বন্ধুত্ব কীর্তির। সেই বন্ধুত্ব পরবর্তী সময়ে প্রেমে পরিণত হয়। ২০০০ সালে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু হলেও নায়িকা হিসেবে ২০১৩ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর শীর্ষ সব তারকার সঙ্গে অভিনয় করেছেন কীর্তি।

আনন্দবাজার সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোয়াতে চার হাত এক হবে কীর্তি-অ্যান্টনির। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করবেন তারা। ডিসেম্বরের ৯ তারিখ থেকেই শুরু হয়ে টানা তিন দিন চলবে তাদের বিবাহ উৎসব।

এদিকে জানা গেছে, অভিনেতা থালাপতি বিজয়, অ্যাটলি কুমার, ন্যানিসহ দক্ষিণী অনেক তারকা উপস্থিত থাকবেন কীর্তির বিয়েতে। পাশাপাশি বলিউডের বরুণ ধাওয়ানসহ আরও কিছু অভিনেতা-অভিনেত্রী কীর্তির বিয়েতে উপস্থিত থাকার কথা রয়েছে।