ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সম্পত্তির জন্য মুক্তিযোদ্ধাকে অবরুদ্ধ করে রাখল সন্তানরা

ঝালকাঠির নলছিটিতে মেয়েদের দ্বারা অবরুদ্ধ এক বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে ৮ দিন পর উদ্ধার করেছেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন তালুকদারকে তার মেয়েরা জমি তাদের নামে লিখে দিতে চাপ দিয়ে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন। অবরুদ্ধ থাকা ওই মুক্তিযোদ্ধা উপজেলার সরই গ্রামের বাসিন্দা।

বিষয়টি নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম জানতে পেরে বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সরই গ্রামে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদার বলেন, তার স্ত্রী মারা যাওয়ার পরে তিনি তার মেয়েদের জানিয়ে তাদের মতামতে বিবাহ করেন। পরে স্ত্রীকে নিয়ে নলছিটি শহরে বাসা ভাড়া করে থাকেন। গত ১৯ নভেম্বর ছোট মেয়ের বিবাহের জন্য ছেলে দেখার কথা বলে মেয়েরা তাকে ধরে এনে তার মেঝো মেয়ে লাকি আক্তারের বাড়িতে (সরই গ্রামে) একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে। পরে জোর করে তার জায়গা-জমি দলিল করিয়ে নিতে চায়। অবরুদ্ধ অবস্থায় তিনি সেখান থেকে ঘটনা জানিয়ে একটি চিঠি লিখে এক লোকের মাধ্যমে উপজেলা বিএনপির এক নেতার কাছে পাঠান। পরে তার স্ত্রী জানতে পেরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানায়। পরে ইউএনও এসে তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে মোশাররফ হোসেনের মেয়ে লাকি আক্তার ও রেবা আক্তার বলেন, তিনি আমাদের জন্মদাতা বাবা। তিনি আমাদের সবকিছু থেকে বঞ্চিত করছেন। তাই তাকে আটকিয়ে রাখা হয়েছে। আমাদের সবকিছু দিতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদারের স্ত্রীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। ভুক্তভোগী নিজেই আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন যে, তাকে তার মেয়েরা ছোট মেয়ের বিবাহের কথা বলে এনে আটকে রেখেছেন। পরে তাকে উদ্ধার করা হয় এবং ওই মুক্তিযুদ্ধাকে বলা হয়েছে তার মেয়েরা যাতে বঞ্চিত না হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সম্পত্তির জন্য মুক্তিযোদ্ধাকে অবরুদ্ধ করে রাখল সন্তানরা

আপডেট সময় ০৩:২৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

ঝালকাঠির নলছিটিতে মেয়েদের দ্বারা অবরুদ্ধ এক বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে ৮ দিন পর উদ্ধার করেছেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন তালুকদারকে তার মেয়েরা জমি তাদের নামে লিখে দিতে চাপ দিয়ে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন। অবরুদ্ধ থাকা ওই মুক্তিযোদ্ধা উপজেলার সরই গ্রামের বাসিন্দা।

বিষয়টি নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম জানতে পেরে বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সরই গ্রামে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদার বলেন, তার স্ত্রী মারা যাওয়ার পরে তিনি তার মেয়েদের জানিয়ে তাদের মতামতে বিবাহ করেন। পরে স্ত্রীকে নিয়ে নলছিটি শহরে বাসা ভাড়া করে থাকেন। গত ১৯ নভেম্বর ছোট মেয়ের বিবাহের জন্য ছেলে দেখার কথা বলে মেয়েরা তাকে ধরে এনে তার মেঝো মেয়ে লাকি আক্তারের বাড়িতে (সরই গ্রামে) একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে। পরে জোর করে তার জায়গা-জমি দলিল করিয়ে নিতে চায়। অবরুদ্ধ অবস্থায় তিনি সেখান থেকে ঘটনা জানিয়ে একটি চিঠি লিখে এক লোকের মাধ্যমে উপজেলা বিএনপির এক নেতার কাছে পাঠান। পরে তার স্ত্রী জানতে পেরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানায়। পরে ইউএনও এসে তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে মোশাররফ হোসেনের মেয়ে লাকি আক্তার ও রেবা আক্তার বলেন, তিনি আমাদের জন্মদাতা বাবা। তিনি আমাদের সবকিছু থেকে বঞ্চিত করছেন। তাই তাকে আটকিয়ে রাখা হয়েছে। আমাদের সবকিছু দিতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদারের স্ত্রীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। ভুক্তভোগী নিজেই আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন যে, তাকে তার মেয়েরা ছোট মেয়ের বিবাহের কথা বলে এনে আটকে রেখেছেন। পরে তাকে উদ্ধার করা হয় এবং ওই মুক্তিযুদ্ধাকে বলা হয়েছে তার মেয়েরা যাতে বঞ্চিত না হয়।