ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না – বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা সমাজকল্যাণমন্ত্রীর আশীর্বাদে মিজানের সম্পদের পাহাড় জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরী কমিটির উদ্দেগে ২৮ শে ডিসেম্বর মহা সন্মেলনের প্রস্তুতি সভা অনুষ্টিত চট্টগ্রামের সীতাকুণ্ড শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ, আহত ১২ বেলাবতে তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষে শীর্ষক আলোচনা দীর্ঘ সাত বছর পর আজ ৭ সেপ্টেম্বর দেশে ফিরে আসেন ডুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নূরনবী ভুইয়া ক্রেস্ট কেলেঙ্কারির বাবুলের ১ সপ্তাহে তিন পদোন্নতি গোয়াইনঘাটে ৯০ বস্তা ভারতীয় চিনি জব্দ: ধরা যায়নি কাউকে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের ভবিষ্যৎ নিয়ে চীন-মার্কিন দ্বন্দ্ব মহাসড়কে ঘুস আদায়, ১১ ট্রাফিক গ্রেফতার

অনেক হয়েছে নোংরামি, অনেক করেছ পাপ : শুভশ্রী

তিলোত্তমার বিচার চেয়ে একে একে পথে নেমেছে টালিউড-বলিউডের তারকারা। বাদ নেই শুভশ্রী গাঙ্গুলিও। নারীদের রাত-দখলের আয়োজনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তিনি। হেঁটেছিলেন পায়ে-পা মিলিয়ে। রোববার টলিউড থেকে যে মিছিলের আয়োজন হয়েছিল সেই মিছিলেও ছিলেন এই অভিনেত্রী। নিজের অভিনীত ‘বাবলি’ সিনেমার প্রচারও বন্ধ রেখেছেন। এবার নিজের ভেতরে জমে থাকা দুঃখ-কষ্ট-ক্ষোভ ঝারলেন এই অভিনেত্রী। কিন্তু তারপরও নেটিজেনদের পাল্টা আক্রমণের মুখে পড়েছেন এই নায়িকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের লেখা একটি কবিতা পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন শুভশ্রী। কবিতার শুরুতে তিনি লিখেছেন, ‘শাস্তি চাই! শাস্তি চাই! দৃষ্টান্তমূলক শাস্তি চাই! থাকব না আর নিয়মে বাধা, মানব না কোনো রীতি, সংস্কার ধরে রাখার সব দায়িত্ব কী আমাদের। ওরা তাহলে করবে কী? নিয়মে এবার বাধব ওদের, যারা কুড়ে কুড়ে খেয়েছে মোদের।’

এরপর আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানিয়ে রাজপথে নামায় শুভশ্রীর মতো অভিনেত্রীদের ক্ষমতাসীনদের কেউ কেউ ‘পতিতা’, ‘নষ্টা’ বলে মন্তব্য করেছেন। তা স্মরণ করে শুভশ্রী লেখেন, ‘অনেক হয়েছে নোংরামি, অনেক করেছ পাপ, তাও নেই কোনো অনুতাপ, তাই তো ফেসবুকে পোস্ট এর বন্যা, আমরা নাকি পতিতা? আমরা না কি নষ্টা? দেখ তাহলে এই নষ্টারাই গড়বে দুনিয়া, যেখানে বাপকেও ছাড়ে না পাপ।’

কবিতা পড়ে নেটিজেনদের অনেকে প্রশংসা করছেন। তার সঙ্গে সহমত পোষণ করে বিচার চেয়েছেন। আবার নেটিজেনদের বড় একটি অংশ তাকে আক্রমণ করে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন! ‘আপনার এক সপ্তাহ পর ঘুম ভাঙল? এখন প্রতিবাদ করতে আসছেন? ছি! ছি! এসব নাটক না করলেও পারতেন।’

টালিউডের মিছিলে হাজির ছিলেন শুভশ্রীর স্বামী, নির্মাতা রাজ চক্রবর্তীও। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিলে যোগ দিতে দেখা যায় তাকে।

এদিকে ১৫ আগস্ট মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ‘বাবলি’ সিনেমা। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে দেখা গেছে আবির চ্যাটার্জি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না – বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা

অনেক হয়েছে নোংরামি, অনেক করেছ পাপ : শুভশ্রী

আপডেট সময় ০২:৫২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

তিলোত্তমার বিচার চেয়ে একে একে পথে নেমেছে টালিউড-বলিউডের তারকারা। বাদ নেই শুভশ্রী গাঙ্গুলিও। নারীদের রাত-দখলের আয়োজনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তিনি। হেঁটেছিলেন পায়ে-পা মিলিয়ে। রোববার টলিউড থেকে যে মিছিলের আয়োজন হয়েছিল সেই মিছিলেও ছিলেন এই অভিনেত্রী। নিজের অভিনীত ‘বাবলি’ সিনেমার প্রচারও বন্ধ রেখেছেন। এবার নিজের ভেতরে জমে থাকা দুঃখ-কষ্ট-ক্ষোভ ঝারলেন এই অভিনেত্রী। কিন্তু তারপরও নেটিজেনদের পাল্টা আক্রমণের মুখে পড়েছেন এই নায়িকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের লেখা একটি কবিতা পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন শুভশ্রী। কবিতার শুরুতে তিনি লিখেছেন, ‘শাস্তি চাই! শাস্তি চাই! দৃষ্টান্তমূলক শাস্তি চাই! থাকব না আর নিয়মে বাধা, মানব না কোনো রীতি, সংস্কার ধরে রাখার সব দায়িত্ব কী আমাদের। ওরা তাহলে করবে কী? নিয়মে এবার বাধব ওদের, যারা কুড়ে কুড়ে খেয়েছে মোদের।’

এরপর আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানিয়ে রাজপথে নামায় শুভশ্রীর মতো অভিনেত্রীদের ক্ষমতাসীনদের কেউ কেউ ‘পতিতা’, ‘নষ্টা’ বলে মন্তব্য করেছেন। তা স্মরণ করে শুভশ্রী লেখেন, ‘অনেক হয়েছে নোংরামি, অনেক করেছ পাপ, তাও নেই কোনো অনুতাপ, তাই তো ফেসবুকে পোস্ট এর বন্যা, আমরা নাকি পতিতা? আমরা না কি নষ্টা? দেখ তাহলে এই নষ্টারাই গড়বে দুনিয়া, যেখানে বাপকেও ছাড়ে না পাপ।’

কবিতা পড়ে নেটিজেনদের অনেকে প্রশংসা করছেন। তার সঙ্গে সহমত পোষণ করে বিচার চেয়েছেন। আবার নেটিজেনদের বড় একটি অংশ তাকে আক্রমণ করে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন! ‘আপনার এক সপ্তাহ পর ঘুম ভাঙল? এখন প্রতিবাদ করতে আসছেন? ছি! ছি! এসব নাটক না করলেও পারতেন।’

টালিউডের মিছিলে হাজির ছিলেন শুভশ্রীর স্বামী, নির্মাতা রাজ চক্রবর্তীও। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিলে যোগ দিতে দেখা যায় তাকে।

এদিকে ১৫ আগস্ট মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ‘বাবলি’ সিনেমা। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে দেখা গেছে আবির চ্যাটার্জি।