জামালপুরের বকশীগঞ্জে নানা অনিয়মের অভিযোগে নিলক্ষিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লি: এর সভাপতি সহ ৫ সদস্যকে বহিস্কারের দাবিতে লিখিত দায়ের করা হয়েছে।
একই সঙ্গে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন উক্ত সমিতির সংক্ষুব্ধ ১৪ জন সদস্য।
জানা গেছে, ২০২৩ সালের ১ জুন নিলক্ষিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লি: এর ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। ২১ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে নিলক্ষিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ফকির হাওলাদারকে সভাপতি করা হয়। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রকৃত মৎস্যজীবীদের বাদ দিয়ে নিজের পছন্দের লোক দিয়ে সমিতির কার্যক্রম পরিচালনা করেন।
আওয়ামী লীগের দাপট ও অনিয়মতান্ত্রিকভবে সমিতির পরিচালনা করায় সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
সমিতির সভাপতি ফকির হাওলাদার কমিটির সহসভাপতি সাজু মিয়া, সদস্য মাসুদ রানা, মসকুট মিয়া ও মোফাজ্জল মিয়াকে সঙ্গে নিয়ে বাকি সদস্যদের পাশ কাটিয়ে সমিতি পরিচালনা করে থাকেন। তাদের নিকট সদস্যরা আয় ব্যয়ের হিসাব চাইলে তারা হিসাব দিতে অস্বীকৃতি জানান।
সংখ্যাগরিষ্ট সদস্যদের মতামত না নিয়ে নিজেদের মনগড়াভাবে সমিতির কার্যক্রম পরিচালনা করায় সোমবার (২০ জানুয়ারি) উপজেলা সমবায় কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন ওই সমিতির ১৪ সদস্য। তারা অবিলম্বে ওই ৫ সদস্যকে বহিস্কার সহ নতুন কমিটি গঠনের দাবি জানান।
এ বিষয়ে সমিতির সদস্য কমল মিয়া জানান, সভাপতি ও তার লোকজন আওয়ামী লীগের দাপট দেখিয়ে অনিয়মতান্ত্রিকভাবে সমিতি পরিচালনা করে যাচ্ছেন। তাই তাদের বহিস্কার দাবি করছি।
এব্যাপারে অভিযুক্ত নিলক্ষিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ফকির হাওলাদারকে বার বার ফোন দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
বকশীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবদুল জলিল জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।