নেত্রকোনার কেন্দুয়ার সান্দিকোণা ইউনিয়নের হলি চাইল্ড কিন্টার গার্ডেন এন্ড হাইস্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০ জানুয়ারি সোমবার সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী সান্দিকোণা ইউনিয়নের সুনাম ধন্য প্রতিষ্ঠান হলি চাইল্ড কিন্টার গার্ডেন এন্ড হাইস্কুলের কৃত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেম্বার, উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোঃ মঞ্জু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমদাদুল হক তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবদুল হাই সেলিম, ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুইঁয়া রোকন, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ মাহবুবুর রহমান মহসিন, উপজেলা সাবেক যুবদলের সভাপতি ইয়াকুব আলী জুয়েল,অধ্যক্ক বাবুল আহমেদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনতা উচ্চ বিদ্যালয় শহীদ উল্লাহ, ইউনিয়ন যুবদলের আহবায়ক হাবিবুর রহমান হাবুল, সদস্য সচিব ইয়াসিন আরাফাত বাবু, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শাহিন, সাংবাদিক মজিবুর রহমান, কুহিনূর আলম, রুকন উদ্দিন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির অসংখ্য নেতাকর্মী ও উক্ত ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে সকল কৃতি শিক্ষার্থীদের ২৪ জনকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সন্মাননা করেন প্রধান অতিথি ইমদাদুল হক তালুকদার ও বিশেষ অতিথি ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম ও সকলবৃন্দ।