রাজশাহী বাগমারায় ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে বাগমারা উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।
এ সময় উপজেলা পর্যায়ে কেরাত, আজান, কবিতা আবৃত্তি, ইসলামী গান, রচনা ও ইসলামী জ্ঞান বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণে প্রতিযোগিতার গ্রুপ ভিত্তিতে বাগমারার বিভিন্ন স্কুল-মাদ্রাসার ছাত্র-ছাত্রী প্রতিযোগীয় অংশগ্রহণ করে।পরে এ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা অনুষ্ঠানে ইসলামী ফাউন্ডেশন বাগমারার উপজেলা সুপারভাইজার মাওঃ মোঃ মাজেদুর রহমান এর সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় ইসলামী ফাউন্ডেশনের সহকারি সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন শেখ।
বাগমারা উপজেলা ইসলামি ফাউন্ডেশনের ইনচার্জ মাহাবুর রহমান বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মাজলিসুল মুফাসসিরিনের সদস্য প্রভাষক মাওঃ মোঃ জাহিদুল ইসলাম,ফিল্ড অফিসার গিয়াস উদ্দিন, মাস্টার মোঃ জাবের আলী,জামায়াত নেতা রফিকুল ইসলাম সহ বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ইসলামী ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষক বৃন্দ,বাগমারায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১ম স্থান হয়েছেন ভবানীগঞ্জ ইসলামি ফাজিল মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্র মোঃ শাহিনুল ইসলাম ও ২য় স্থান হয়েছেন একই hi প্রতিষ্ঠানের ৮ম শ্রেনীর ছাত্র হাফেজ মোঃ সাদমান রহমান।