বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ এ,কে,এম, মোজাম্মেল হক চৌধুরী বলেছেন, মামলার জট নিরসনে বিচারক, আইনজীবী, পুলিশ, চিকিৎসক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কার্যকর সমন্বয় প্রয়োজন। দ্রুত মামলা নিষ্পত্তিতে আগামীতেও সংশ্লিষ্ট বিভাগগুলো তাদের নির্ধারিত ভূমিকা রাখবেন।
তিনি আরো বলেন, আজকের আলোচনা মামলার জট নিরসনে বিশেষ ভুমিকা রাখবে।
‘আমার কাজ আমি করি, ন্যায়বিচার নিশ্চিত করি’, এই শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে ৮ জুন শনিবার সকাল ১০টায় বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্পেশাল জজ মোঃ শহীদুল্লাহ, প্রশাসনিক ট্রাইবুনালের বিচারক শরনিম আকতার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আশিকুল খবীর, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আজম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডর মীর মনির হোসেন, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার অধিনায়ক মোঃ আব্দুর রাজ্জাক, জেল সুপার মোঃ আনোয়ার হোসেন, বিভিন্ন আদালতের বিচারক, আইনজীবী সমিতির প্রতিনিধি, পিপি, স্পেশাল পিপি, জিপি, এপিপি, এজিপি, জেলা সমাজসেবা কর্মকর্তা, গণপূর্ত বিভাগের কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ।