ঢাকার ধামরাইয়ের আমতা ইউনিয়নের বাউগুন্ড এলাকায় রোজাদার এক গৃহবধূকে তুলে ধর্ষণ করেন শামসুল ইসলাম নামে একজন। এ ঘটনায় দুই মাস পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছেন ধর্ষক।
ধামরাই উপজেলার কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপুলিশ পরিদর্শক মো. আশরাফুল ইসলাম অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে ওই ধর্ষককে গ্রেফতার করেন। তার গ্রেফতারের খবরে মূল্যসিত গ্রামবাসী এক মন মিষ্টি বিতরণ করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজান মাসে স্থানীয় রোজাদার এক গৃহবধূকে রাস্তা থেকে ধরে একটি ভুট্টা খেতের ভেতরে নিয়ে ধর্ষণ করে। অনেক আকুতি মিনতির পরও লম্পট ওই ধর্ষকের কবল থেকে নিজের সম্ভ্রম রক্ষা করতে ব্যর্থ হন ওই গৃহবধূ। তিনি ওই ধর্ষকের হাতে পায়ে ধরে বলেন, ভাই আমি একজন রোজাদার মহিলা। আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। ধর্ষক শামসুল ইসলাম তার কোনো কথায় কোনো কর্ণপাত না করে তার ইজ্জত লুটে নেয়। তার কাছে সমাজের কোনো নারীরা নিরাপদ নয়। ঘৃণিত ওই ব্যক্তি গ্রেফতার হওয়ায় এলাকাবাসী মিষ্টি বিতরণ করছেন বলে জানা গেছে।