সহকারী পুলিশ সুপার হতে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তা এসএম রমজান হোসেনকে আজ ৫ জুন বুধবার সিআইডি কার্যালয়ে র্যাংক ব্যাজ পরিধান করান সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম। এসএম রমজান হোসেন ১৫/০৮/১৯৯১ সালে উপ- পুলিশ পরিদর্শক পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ২০০৫ সালে পুলিশ পরিদর্শক পদে, ২০১৭ সালে সহকারী পুলিশ সুপর পদে এবং গত ৩/০৬/২০২৪ তারিখে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন।
সিআইডি প্রধান পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। র্যাংক ব্যাজ পরিধানের সময় তার সহধর্মিনী,সন্তান এবং সিআইডি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।