ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটে দেড় থেকে ২ কোটি ব্যারেল তেল পাওয়ার সম্ভাবনা রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না: রিজওয়ানা হাসান জামায়াত কর্মীদের সৎ, যোগ্য এবং সমাজ পরিচালনার জন্য দক্ষ হিসাবে গড়ে তুলতে অধ্যক্ষ নুরুল আমিন রাজবাড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ কুরআনই একমাত্র দুনিয়ায় শান্তি ও আখিরাতের মুক্তির গ্যারান্টি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে হবে মাহবুবের রহমান শামীম কুমিল্লা’য় সাংবাদিকের উপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ আটক-২ শহীদ ওয়াসিম আকরাম, তানভীর ও রাব্বি স্মৃতি সংসদের বিক্ষোভ সমাবেশে এরশাদ উল্লাহ সাবেক দশ মন্ত্রীসহ ১৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতার আদেশ কুমিল্লা সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শফী আহমেদ

দলীয় নেতা-কর্মী, সহযোদ্ধা, স্বজন, শুভাকাঙ্ক্ষীরে কাঁদিয়ে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ৯০ এর স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও আওয়ামী লীগ কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য শফী আহমেদ। আজ বুধবার নেত্রকোনা শহরের সাতপাই পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এদিন সকাল ১০টায় সদর হাসপাতালের হিমাগার থেকে শফী আহমেদের মরদেহ নেওয়া হয় মদন উপজেলার নিজ বাড়িতে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাঁর শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

তার আগে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় স্মৃতিচারণ করে বক্তব্য দেন–মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার শামীম, মদন উপজেলা চেয়ারম্যান ইফতেখারুল আলম খান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায় বলেন, ‘নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের যে ইতিহাস, তাতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে শফী আহমেদের নাম। শফী আহমেদ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে যুগে যুগে আদর্শ হয়ে থাকবেন।’

এর আগে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে লাশবাহী গাড়িতে করে শহরের মোক্তারপাড়া আজিজ ভবনে শফী আহমেদের মরদেহ এসে পৌঁছে।

এ সময় প্রিয় মানুষটিকে দেখতে সেখানে স্বজনদের পাশাপাশি দলীয় নেতা-কর্মী, সহযোদ্ধা, অনুসারী, শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের মানুষ ভিড় করেন। তখন স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। শোকে মুহ্যমান দলীয় অনেক নেতা-কর্মীর চোখে ছিল পানি। পরে বাদ মাগরিব মোক্তারপাড়া মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

নেত্রকোনায় চিরনিদ্রায় শায়িত হলেন শফী আহমেদ। ছবি: আজকের পত্রিকা
নেত্রকোনায় চিরনিদ্রায় শায়িত হলেন শফী আহমেদ। ছবি: আজকের পত্রিকা
জানাজার আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল দলীয় পতাকা দিয়ে শফি আহমেদের মরদেহ ঢেকে দেন। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কমিউনিস্ট পার্টি, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, উদীচীসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় স্থানীয় সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত সরকার সজল, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত রায়, সাধারণ সম্পাদক শামছুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

গত সোমবার দুপুরে ঢাকার উত্তরার বাসায় খাওয়ার পর নিজের ঘরে ঘুমাতে যান। তখন ঘুমের মধ্যেই হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে দেড় থেকে ২ কোটি ব্যারেল তেল পাওয়ার সম্ভাবনা

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শফী আহমেদ

আপডেট সময় ১২:১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

দলীয় নেতা-কর্মী, সহযোদ্ধা, স্বজন, শুভাকাঙ্ক্ষীরে কাঁদিয়ে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ৯০ এর স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও আওয়ামী লীগ কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য শফী আহমেদ। আজ বুধবার নেত্রকোনা শহরের সাতপাই পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এদিন সকাল ১০টায় সদর হাসপাতালের হিমাগার থেকে শফী আহমেদের মরদেহ নেওয়া হয় মদন উপজেলার নিজ বাড়িতে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাঁর শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

তার আগে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় স্মৃতিচারণ করে বক্তব্য দেন–মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার শামীম, মদন উপজেলা চেয়ারম্যান ইফতেখারুল আলম খান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায় বলেন, ‘নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের যে ইতিহাস, তাতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে শফী আহমেদের নাম। শফী আহমেদ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে যুগে যুগে আদর্শ হয়ে থাকবেন।’

এর আগে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে লাশবাহী গাড়িতে করে শহরের মোক্তারপাড়া আজিজ ভবনে শফী আহমেদের মরদেহ এসে পৌঁছে।

এ সময় প্রিয় মানুষটিকে দেখতে সেখানে স্বজনদের পাশাপাশি দলীয় নেতা-কর্মী, সহযোদ্ধা, অনুসারী, শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের মানুষ ভিড় করেন। তখন স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। শোকে মুহ্যমান দলীয় অনেক নেতা-কর্মীর চোখে ছিল পানি। পরে বাদ মাগরিব মোক্তারপাড়া মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

নেত্রকোনায় চিরনিদ্রায় শায়িত হলেন শফী আহমেদ। ছবি: আজকের পত্রিকা
নেত্রকোনায় চিরনিদ্রায় শায়িত হলেন শফী আহমেদ। ছবি: আজকের পত্রিকা
জানাজার আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল দলীয় পতাকা দিয়ে শফি আহমেদের মরদেহ ঢেকে দেন। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কমিউনিস্ট পার্টি, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, উদীচীসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় স্থানীয় সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত সরকার সজল, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত রায়, সাধারণ সম্পাদক শামছুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

গত সোমবার দুপুরে ঢাকার উত্তরার বাসায় খাওয়ার পর নিজের ঘরে ঘুমাতে যান। তখন ঘুমের মধ্যেই হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর।