“আলোচনা এবং সাংবিধানিক উপায়ে” হিংসাদীর্ণ রাজ্যে শান্তি ফেরাতে প্রস্তাব পাশ করাল ভারতের মণিপুর বিধানসভা। এই দিনই নতুন করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর – পূর্বের এই রাজ্যটি।
মঙ্গলবার (২৯ আগস্ট ) সকালে মণিপুরের চূড়াচাঁদপুর এবং বিষ্ণুপুর জেলার মাঝে কোইরেটাক অঞ্চলে একটি কুকি অধ্যুষিত গ্রামে হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুস্কৃতীরা। পাল্টা গুলি চালায় গ্রামরক্ষী বাহিনী ও। গুলির লড়াইয়ে ২ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে বিশেষ অভিযান চালিয়ে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে প্রকাশ, মৃতদের মধ্যে একজনের নাম জাংমিনলুন গাংতে। অন্য আর একজনের পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি।
কুকিদের সংগঠন আইটিএলএফ জানিয়েছে, সকাল ১০ টায় কুকি- জো অধ্যূষিত একটি গ্রামে হামলা চালানো হয়। গ্রামরক্ষী বাহিনী প্রতিরোধ গড়ে তুলতে ২ জনের মৃত্যু হয়। মঙ্গলবার ( ২৯ আগস্ট ) সকাল থেকেই গোটা এলাকায় টহল দেওয়া শুরু করেছে নিরাপত্তাবাহিনী। এই হামলার সঙ্গে যুক্ত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।