ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কিস্তিতে আম কেনার সুযোগ

কিস্তিতে বাড়ি, গাড়ি, টিভি, মোবাইল ফোন কিংবা ফ্রিজ কেনার কথা কারো অজানা নয়। এবার আম কেনায়ও এই সুযোগ মিলছে।

অনেকের সুস্বাদু আম খাওয়ার ইচ্ছা থাকলেও কিছু ক্ষেত্রে সাধ্যে কুলায় না। যেমন, আলফানসো। আগুন দামের কারণে এই ফলে হাত ছোঁয়াতে পারেন না বহু মানুষ। এবার ভারতের পুনের এক ব্যবসায়ী ক্রেতাদের মাসিক কিস্তিতে (ইএমআই) এই ফল কেনার সুযোগ দিচ্ছেন।

মহারাষ্ট্রের দেবগড় ও রত্নগিরির ‘হাপুস’ বা আলফানসো বাজারে সেরা আম বলে পরিচিত। খুচরা বাজারে এক ডজনের দাম চাওয়া হচ্ছে ৮০০-১৩০০ টাকা। ফল ব্যবসায়ী গৌরব সানাসের দাবি, এখন ইচ্ছেমতো আম কিনে খান ক্রেতা। পরে দাম মেটানোর সুযোগ পাবেন বেশ কয়েক মাস ধরে।

তিনি বলেন, মৌসুমের শুরুতে আমের দাম সব সময়ই অনেক চড়া থাকে। সেটা দেখেই মনে হলো ফ্রিজ-এসি বা অন্যান্য জিনিস যদি কিস্তিতে কেনা যায় তাহলে আম কেন নয়? এ সুবিধা থাকলে সবাই কিনতে পারবেন। এভাবে ইএমআইতে তারাই প্রথম আম বিক্রি করছেন বলেও দাবি তার।

তবে এ সুবিধা নেওয়ার একটি শর্ত আছে। ন্যূনতম ৫০০০ টাকার আম কিনতে হবে ক্রেতাকে। সানাস জানান, কিস্তিতে আম কেনার পদ্ধতি মোবাইল ফোন কেনার মতোই। তাদের দোকান থেকে ক্রেডিট কার্ডে কিনবেন ক্রেতা। মোট ক্রয়মূল্য তিন, ছয় বা ১২ মাসের কিস্তিতে শোধ করা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির দলিলের প্রলোভানা দিয়ে গ্রাম পুলিশের নির্দেশে সোনিয়া আক্তার নামে এক নারীকে নির্যাতন করে

কিস্তিতে আম কেনার সুযোগ

আপডেট সময় ১২:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩

কিস্তিতে বাড়ি, গাড়ি, টিভি, মোবাইল ফোন কিংবা ফ্রিজ কেনার কথা কারো অজানা নয়। এবার আম কেনায়ও এই সুযোগ মিলছে।

অনেকের সুস্বাদু আম খাওয়ার ইচ্ছা থাকলেও কিছু ক্ষেত্রে সাধ্যে কুলায় না। যেমন, আলফানসো। আগুন দামের কারণে এই ফলে হাত ছোঁয়াতে পারেন না বহু মানুষ। এবার ভারতের পুনের এক ব্যবসায়ী ক্রেতাদের মাসিক কিস্তিতে (ইএমআই) এই ফল কেনার সুযোগ দিচ্ছেন।

মহারাষ্ট্রের দেবগড় ও রত্নগিরির ‘হাপুস’ বা আলফানসো বাজারে সেরা আম বলে পরিচিত। খুচরা বাজারে এক ডজনের দাম চাওয়া হচ্ছে ৮০০-১৩০০ টাকা। ফল ব্যবসায়ী গৌরব সানাসের দাবি, এখন ইচ্ছেমতো আম কিনে খান ক্রেতা। পরে দাম মেটানোর সুযোগ পাবেন বেশ কয়েক মাস ধরে।

তিনি বলেন, মৌসুমের শুরুতে আমের দাম সব সময়ই অনেক চড়া থাকে। সেটা দেখেই মনে হলো ফ্রিজ-এসি বা অন্যান্য জিনিস যদি কিস্তিতে কেনা যায় তাহলে আম কেন নয়? এ সুবিধা থাকলে সবাই কিনতে পারবেন। এভাবে ইএমআইতে তারাই প্রথম আম বিক্রি করছেন বলেও দাবি তার।

তবে এ সুবিধা নেওয়ার একটি শর্ত আছে। ন্যূনতম ৫০০০ টাকার আম কিনতে হবে ক্রেতাকে। সানাস জানান, কিস্তিতে আম কেনার পদ্ধতি মোবাইল ফোন কেনার মতোই। তাদের দোকান থেকে ক্রেডিট কার্ডে কিনবেন ক্রেতা। মোট ক্রয়মূল্য তিন, ছয় বা ১২ মাসের কিস্তিতে শোধ করা যাবে।