মধ্যরাতে বিদেশে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ধর্ষণ মামলায় অভিযুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তার কাছ থেকে ১টি পাসপোর্ট, একটি বিমানের টিকেট, ১টি মোবাইল ফোন ও ১টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে র্যাব-১ এর একটি দল। গ্রেপ্তার মো. রনি হোসেন (৩৫) জয়পুরহাট সদরের নুরুল ইসলাম মন্ডলের ছেলে।
র্যাব-১ এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে- জয়পুরহাট জেলার এজাহারভুক্ত পলাতক আসামি বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। ওই তথ্যের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রনিকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব কর্মকর্তা আরও জানান, গত বছরের ১৪ ডিসেম্বর জয়পুরহাট সদর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার (মামলা নং-৩১) এজাহারভুক্ত আসামি রনি। তাকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।