ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অবিলম্বে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি

বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। একইসঙ্গে এ সিদ্ধান্ত বাতিলের দাবিও জানিয়েছে দলটি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। বিবৃতিতে বলা হয়, দেশি-বিদেশি মুনাফাখোর লুটপাটকারীদের স্বার্থে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানো হয়েছে। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, বেসরকারি ভাড়াভিত্তিক বিদ্যুতকেন্দ্র থেকে বিদ্যুৎ না কিনেও বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ বাবদ বছরের পর বছর ধরে হাজার হাজার কোটি টাকা গচ্চা দিচ্ছে সরকার। এরপর দুর্নীতি ও ভুল নীতির সেই দায় জনগণের কাঁধে চাপাতেই দফায় দফায় দাম বৃদ্ধি করে চলেছে সরকার। এই দুর্নীতি ও ভুল নীতির দায় জনগণ বহন করবে না।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে কৃষি উৎপাদন খরচ, নিত্যপণ্যসহ সকল জিনিসের দামও আরেক দফা বাড়বে। যা জনগণের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়িয়ে দিবে, জনগণের জীবন দুর্বিষহ হয়ে পড়বে। এমতাবস্থায় বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, ভাড়াভিত্তিক বিদ্যুতকেন্দ্র বন্ধ, জ্বালানি খাতে দায় মুক্তি আইন বাতিল, দুর্নীতি-ভুল নীতি পরিহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে দলটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার ২

অবিলম্বে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি

আপডেট সময় ০৫:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩

বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। একইসঙ্গে এ সিদ্ধান্ত বাতিলের দাবিও জানিয়েছে দলটি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। বিবৃতিতে বলা হয়, দেশি-বিদেশি মুনাফাখোর লুটপাটকারীদের স্বার্থে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানো হয়েছে। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, বেসরকারি ভাড়াভিত্তিক বিদ্যুতকেন্দ্র থেকে বিদ্যুৎ না কিনেও বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ বাবদ বছরের পর বছর ধরে হাজার হাজার কোটি টাকা গচ্চা দিচ্ছে সরকার। এরপর দুর্নীতি ও ভুল নীতির সেই দায় জনগণের কাঁধে চাপাতেই দফায় দফায় দাম বৃদ্ধি করে চলেছে সরকার। এই দুর্নীতি ও ভুল নীতির দায় জনগণ বহন করবে না।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে কৃষি উৎপাদন খরচ, নিত্যপণ্যসহ সকল জিনিসের দামও আরেক দফা বাড়বে। যা জনগণের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়িয়ে দিবে, জনগণের জীবন দুর্বিষহ হয়ে পড়বে। এমতাবস্থায় বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, ভাড়াভিত্তিক বিদ্যুতকেন্দ্র বন্ধ, জ্বালানি খাতে দায় মুক্তি আইন বাতিল, দুর্নীতি-ভুল নীতি পরিহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে দলটি।