রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার বিশ্বাস রাশিয়া ইউক্রেনে নির্ধারিত লক্ষ্য অর্জন করবেই। ‘ধৈর্য্য’ এবং ‘ঐকান্তিকতার’ কারণেই রাশিয়া সফল হবে।
বুধবার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে এসব কথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমার বিশ্বাস ধৈর্য্য এবং ঐকান্তিকতার কারণে আমরা আমাদের লক্ষ্য অর্জন করব। যা আমাদের দেশ এবং জনগণের জন্য গুরুত্বপূর্ণ।’ রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, যদি অধিকৃত চার অঞ্চল দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত আছে রাশিয়া।
এ ব্যাপারে ল্যাভরভ বলেছেন, ‘অবশ্যই আমাদের অগ্রাধিকার হলো নতুন চার অঞ্চল। গত কয়েক বছর ধরে নাৎসিবাদের হুমকির মধ্যে থাকা এসব অঞ্চল মুক্ত ও স্বাধীন হওয়া উচিত।’
চলতি বছরের অক্টোবরে কথিত গণভোট আয়োজন শেষে ডিক্রি জারি করে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন অধিগ্রহণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও এর একটিও রুশ সেনাদের পূর্ণ নিয়ন্ত্রণে নেই। তবে এগুলো নিয়ন্ত্রণে নেওয়াই রাশিয়ার লক্ষ্য বলে জানিয়েছেন ল্যাভরভ।
রুশ মন্ত্রী দাবি করেছেন, ইউক্রেনকে ব্যবহার করে পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। কিন্তু রাশিয়া চায় দ্রুত যেন এটি বন্ধ হয়। তবে মস্কো কোনো ধরনের ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এ ব্যাপারে ল্যাভরভ বলেছেন, ‘আমাদের তাড়াহুড়া নেই। আমরা দ্রুত এ যুদ্ধ শেষ করতে চাই। যে যুদ্ধ পশ্চিমারা ইউক্রেনের মাধ্যমে আমাদের বিরুদ্ধে শুরু করেছে।’ ‘আমারা ধৈর্য্যশীল মানুষ। আমরা আমাদের স্বদেশী, নাগরিক এবং অঞ্চলগুলো রক্ষা করব যেগুলো কয়েক শতাব্দী ধরে রাশিয়ার অংশ হিসেবে রয়েছে, যোগ করেন ল্যাভরভ।’
এদিকে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত সামরিক অভিযানের নামে হামলা চালায় রাশিয়া। এরপর কেটে গেছে দীর্ঘ প্রায় ১০ মাস। এই সময়ের মধ্যে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ ভাগ অঞ্চল দখল করলেও ইউক্রেনীয় সেনাদের পাল্টা হামলার মুখে অনেক জায়গা থেকে রুশ সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে।