ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দুদকের বাংলাদেশকে সস্তায় গরুর মাংস দিতে চায় ব্রাজিল খালেদা জিয়ার আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি কুমিল্লা মুরাদনগর বাঙ্গরা বাজার থানা ১৫ কেজি গাঁজা সহ দুইজন আটক” ভারতীয় সম্প্রসারণবাদ নিপাত যাক: সর্বহারা পার্টি গাড়ি চালিয়ে মাকে নিয়ে গেলেন তারেক রহমান ঢাকা দক্ষিণ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে ২০২৫ কর্মীসভা অনুষ্ঠিত বোনদের জমি না দিয়ে প্রাণনাশের হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লা থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সূচনা শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে – হাসনাত আবুল্লাহ বিআরটিএ ড্রাইভিং ইন্টারভিউয়ে নতুন গাড়ি না পাওয়া: লক্কর ঝক্কর গাড়ির কারণে বিপাকে সাধারণ পরীক্ষার্থীরা

‘মানুষ যুদ্ধে নামলেই গুলি খায়’, চোট নিয়ে রানার দর্শন

নাহিদ রানা শেষ কিছু দিনে আছেন বেশ ছন্দে। জাতীয় দলের হয়ে পারফর্ম করছেন, অভিষেক বছরেই পেয়ে গেছেন প্রতিপক্ষের সমীহ। সে ছন্দটা বিপিএলেও টেনে আনলেন তিনি।
ঘণ্টায় ১৪০ কিমি গতি তোলা অভ্যাসে পরিণত হয়েছে তার। এমন গতিময় বোলারদের চোট বেশ ভোগায়। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার নাহিদ অবশ্য সেসব নিয়ে ভাবছেন না, জানালেন সেসব শঙ্কা সামনে নিয়েই এগোতে হবে।
সবশেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ২১ রানে পেয়েছেন ৩ উইকেট। সে ম্যাচের সেরা খেলোয়াড়ও বনে গেছেন তিনি। ম্যাচ শেষ করে ২২ বছর বয়সী এই খেলোয়াড় বললেন, ‘মানুষ যুদ্ধে নামলে গুলি খায়, ক্রিকেট খেলতে নামলে চোটে পড়তে হয়। মেইনটেইনের কথা যা ফিটনেস সব নিজে করতেসে। বিসিবি যে শিডিউল দিসে সব মেনে চলার চেষ্টা করছি।’
চোট সামলাতে ফিটনেস নিয়ে কাজ করা জরুরি। বিসিবি আর রংপুর রাইডার্সের ফিজিওদের তত্ত্বাবধানে সেটা করছেনও নাহিদ। তিনি বলেন, ‘বায়েজিদ ভাই ফিজিও আছে। উনার সঙ্গে যোগাযোগ হয়। রংপুর দলে সজীব ভাই আছে। সবার সাথেই কথা হয়।
‘দেখুন, আমি শেষ ওয়ানডে ম্যাচ খেললাম ওয়েস্ট ইন্ডিজে। মাঝে গ্যাপ ছিল। তখন প্ল্যান দিয়েছিল, ফিটনেস এবং ম্যাচের। এভাবে ফিটনেস করবা, ম্যাচ খেলবা। বিসিবিও বলসে আমার বডি ঠিকাছে, আমিও ভেবেছি ঠিকাছে।’
এবারের বিপিএলে নাহিদ রানা মাঠে যেমন পারফর্ম করছেন, মাঠের বাইরে প্রতিপক্ষের প্রশংসাও আদায় করেছেন বেশ করে। অ্যালেক্স হেলস, শাহিন আফ্রিদি, শন টেইটরা তার তারিফ করেছেন বারবার।
তবে নাহিদ সেসব গায়ে মাখছেন না। বললেন, ‘জিনিসগুলো থেকে আমি দূরে থাকার চেষ্টা করি। তবে মানুষ মানুষের প্রশংসা করবেই। মানুষের শুনতে ভালো লাগে। আমি চেষ্টা করি এগুলো থেকে দূরে থাকার। এগুলো কম আসলে নিজের ভেতর ক্ষুধাটা বেশি থাকবে।’
অভিষেকের প্রথম বছরে তারকাখ্যাতি পেয়ে বসে অনেকেই হারিয়ে গেছেন। তবে নাহিদ সে দলে পা বাড়াচ্ছেন না আদৌ। তিনি বলেন, ‘আমি নিজেকে কখনও তারকা মনে করতেছি না। আমি আপনাদের মত নরমাল মানুষ। নরমাল থাকার চেষ্টা করতেছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দুদকের

‘মানুষ যুদ্ধে নামলেই গুলি খায়’, চোট নিয়ে রানার দর্শন

আপডেট সময় ০১:০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

নাহিদ রানা শেষ কিছু দিনে আছেন বেশ ছন্দে। জাতীয় দলের হয়ে পারফর্ম করছেন, অভিষেক বছরেই পেয়ে গেছেন প্রতিপক্ষের সমীহ। সে ছন্দটা বিপিএলেও টেনে আনলেন তিনি।
ঘণ্টায় ১৪০ কিমি গতি তোলা অভ্যাসে পরিণত হয়েছে তার। এমন গতিময় বোলারদের চোট বেশ ভোগায়। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার নাহিদ অবশ্য সেসব নিয়ে ভাবছেন না, জানালেন সেসব শঙ্কা সামনে নিয়েই এগোতে হবে।
সবশেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ২১ রানে পেয়েছেন ৩ উইকেট। সে ম্যাচের সেরা খেলোয়াড়ও বনে গেছেন তিনি। ম্যাচ শেষ করে ২২ বছর বয়সী এই খেলোয়াড় বললেন, ‘মানুষ যুদ্ধে নামলে গুলি খায়, ক্রিকেট খেলতে নামলে চোটে পড়তে হয়। মেইনটেইনের কথা যা ফিটনেস সব নিজে করতেসে। বিসিবি যে শিডিউল দিসে সব মেনে চলার চেষ্টা করছি।’
চোট সামলাতে ফিটনেস নিয়ে কাজ করা জরুরি। বিসিবি আর রংপুর রাইডার্সের ফিজিওদের তত্ত্বাবধানে সেটা করছেনও নাহিদ। তিনি বলেন, ‘বায়েজিদ ভাই ফিজিও আছে। উনার সঙ্গে যোগাযোগ হয়। রংপুর দলে সজীব ভাই আছে। সবার সাথেই কথা হয়।
‘দেখুন, আমি শেষ ওয়ানডে ম্যাচ খেললাম ওয়েস্ট ইন্ডিজে। মাঝে গ্যাপ ছিল। তখন প্ল্যান দিয়েছিল, ফিটনেস এবং ম্যাচের। এভাবে ফিটনেস করবা, ম্যাচ খেলবা। বিসিবিও বলসে আমার বডি ঠিকাছে, আমিও ভেবেছি ঠিকাছে।’
এবারের বিপিএলে নাহিদ রানা মাঠে যেমন পারফর্ম করছেন, মাঠের বাইরে প্রতিপক্ষের প্রশংসাও আদায় করেছেন বেশ করে। অ্যালেক্স হেলস, শাহিন আফ্রিদি, শন টেইটরা তার তারিফ করেছেন বারবার।
তবে নাহিদ সেসব গায়ে মাখছেন না। বললেন, ‘জিনিসগুলো থেকে আমি দূরে থাকার চেষ্টা করি। তবে মানুষ মানুষের প্রশংসা করবেই। মানুষের শুনতে ভালো লাগে। আমি চেষ্টা করি এগুলো থেকে দূরে থাকার। এগুলো কম আসলে নিজের ভেতর ক্ষুধাটা বেশি থাকবে।’
অভিষেকের প্রথম বছরে তারকাখ্যাতি পেয়ে বসে অনেকেই হারিয়ে গেছেন। তবে নাহিদ সে দলে পা বাড়াচ্ছেন না আদৌ। তিনি বলেন, ‘আমি নিজেকে কখনও তারকা মনে করতেছি না। আমি আপনাদের মত নরমাল মানুষ। নরমাল থাকার চেষ্টা করতেছি।’