ভোলার-বোরহানউদ্দিন উপজেলার পদ্মামনসা মাধ্যমিক বিদ্যালয়ে ২ জানুয়ারি, বৃহস্পতিবার, নতুন শিক্ষাবর্ষের পাঠদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জন্টু মজুমদার, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, কাচিয়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিনয় কুমার মজুমদার।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ৪ নং কাচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম নাগর মিয়া। তিনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষা সমাজ পরিবর্তনের প্রধান হাতিয়ার। নতুন বছরের যাত্রায় শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় আমাকে জানানোর আহ্বান জানাই।” পরে তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল ও সফলতার জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন স্থানীয় দালাল বাজার জামে মসজিদের ইমাম।
অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মানোন্নয়নে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হবে।