জাম পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে গুরুতর আহত সাবেক ফুটবলার মফিজ উদ্দিন দর্জি চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা গেছেন। নিহত মফিজ কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া দর্জিবাড়ির মৃত আব্দুল কাদির দর্জির ছেলে। তিনি জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহর বাবা।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে জাঙ্গালিয়া ফাজিল মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, ৫ জুন বুধবার সকালে নাস্তা খেয়ে বাড়ির পাশের গাছে জাম পাড়তে ওঠেছিলেন তিনি। একপর্যায় গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উত্তরা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ৭ দিন চিকিৎসার পর মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।