সুনামগঞ্জের মধ্যনগরে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ সভাপতি ও কৃষকলীগ সভাপতি কে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
সুনামগঞ্জের মধ্যনগরে ২১/০১/২৫ ইং মঙ্গলবার মধ্যনগর থানাধীন মহিষখলা ও চাপাইতি বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আইন উদ্দিন ( ৪১) এবং মোশাররফ হোসেন (৪১) নামে তৎকালীন সরকারের দোসর দুই জন নেতাকর্মী আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় , আসামি আইন উদ্দিন পিতা – আঃ হামিদ ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং আসামি মোশাররফ হোসেন , পিতা- মৃত একিন আলী ২ নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি । আরো জানা যায় গত নভেম্বরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছিল।
মধ্যনগর থানা অফিসার ইনচার্জ সজীব রহমান বলেন রাজনৈতিক মামলা হেতু তাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ আরিফুল ইসলাম মুরাদ 



















