ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেরর আওতাধীন মুগদা থানা উত্তর মানিক নগর বালুর মাঠ পাকা রাস্তার মাথায় দীর্ঘদিন যাব স্থানীয় কয়েকটি বাড়িওয়ালা অবৈধভাবে গ্যাসের লাইন নিয়ে চালিয়ে আসছে।
আজ বেলা ১১ টার দিকে মতিঝিল তিতাস অফিসের অভিযানে দশটি বাড়ির অবৈধ গ্যাসের লাইন বন্ধ করে দেওয়া হয় ও যারা অবৈধ লাইন নিয়েছিলেন তাদেরকে জরিমানা করা হয়। তাদের প্রত্যেকটি লাইন বন্ধ করে দেওয়া হয় কারণ তারা দেশের সম্পদকে অবৈধভাবে দীর্ঘ দিন যাবত ব্যবহার করে আসছে।
এ সময় উপস্থিত ছিলেন তিতাসের নির্বাহী ম্যাজিস্ট্রেট৷ মিল্টন রায়, মেট্রো থ্রি এইট ডি জি এম মহসিন আহমেদ, পুলিশ কর্মকর্তা ও সাংবাদিক এবং তিতাস কতৃপক্ষ কর্মকর্তা গন।