মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হাতবোমার বিস্ফোরণে আহত শাওন মাতুব্বর (২০) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। শাওন মাদারীপুর সদর উপজেলার ঝাউদির পূর্ব মাদ্রা গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের ছেলে। তবে এই ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামের হায়াত ধুলকির সাথে একই এলাকার সজীব হাওলাদারের বিরোধ ছিল দীর্ঘদিনের। এর জেরে গত রবিবার রাত ৮টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেলের আঘাতে এতিমখানার পাশে দাঁড়িয়ে থাকা শাওন মাতুব্বরের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া সংঘর্ষে আহত হয় আরও ৯ জন। গুরুতর অবস্থায় শাওনকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। পরে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি।
মৃত্যুর আগে হাসপাতালে শাওন মাতুব্বর বলেছিলেন, আমি একটি এতিমখানার পেছনে দাঁড়িয়ে ছিলাম। সেখানে বৃষ্টির মতো হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। হাতবোমার আঘাতে আমার ডান পা উড়ে যায়। আমি দায়ী ব্যক্তিদের বিচার চাই।
মাদারীপুরের পুলিশ সুপার মো.সাইফুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। সারা রাত একাধিক টিম অভিযান চালিয়েও কাউকেই পায়নি। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।