ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দোয়ারাবাজারে লামাসানিয়া প্রিমিয়ার লীগ (LPL) ১০ম আসর ২০২৫ এর উদ্ভোধন লক্ষ্মীপুরে আওয়ামীলীগকে নিষিদ্ধ ও খুনীদের বিচারের দাবি মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত হরিপুরে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চলতি মাসেই আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল দোয়ারাবাজারে ভারতীয় গরুর চালান আটক ক্রীড়া অনুষ্ঠানে ‘জয় বাংলা’ গানে কিশোরীর নাচ প্রধান শিক্ষককে শোকজ জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নুর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জাতীয় সাংবাদিক সংস্থা ৪৪তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লা বিজিবির অভিযানে রেলস্টেশন থেকে ৮৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

গাজীপুরের কালিয়াকৈরে চিনাইল পাগলের মেলায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে বিক্ষোভ

  • মোঃ মিলন সরকার
  • আপডেট সময় ০৬:৫৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ৫৪৫ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে ঐতিহ্যবাহী চিনাইল পাগলা বাড়িতে কেশব পাগলের মেলাকে কেন্দ্র করে প্রকাশ্যে মাদকের রমরমা ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে। মাদক ব্যবসা বন্ধের দাবিতে স্থানীয় জনগণ সোমবার সকালে বিক্ষোভ মিছিল করে।

মিছিলকারীরা মেলা কমিটি ও স্থানীয় চেয়ারম্যানের আশ্বাসে এক দিনের আলটিমেটাম দিয়ে সরে যায় বলে জানা গেছে।

কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের কাছে অবস্থিত কেশব পাগলার আশ্রমে প্রতি বছর জানুয়ারি মাসে এই মেলা অনুষ্ঠিত হয়। চলতি বছর ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া মেলায় দেশজুড়ে ভক্তদের আগমনে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হলেও মাদকের অবাধ বিক্রি এলাকাবাসীকে ক্ষুব্ধ করে তুলেছে। মেলার পশ্চিম প্রান্তে খোলা জমিতে তাবু টানিয়ে শতাধিক স্টলে গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ প্রাণঘাতী মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, মাদকের সহজলভ্যতার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদকসেবীরা এসে জমায়েত হচ্ছে। উঠতি বয়সী তরুণ-তরুণী, শিক্ষার্থী, এমনকি বৃদ্ধরাও মাদক সেবনে লিপ্ত। প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের ক্ষোভ চরমে পৌঁছেছে।

কালিয়াাৈরের ঢালজোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এনায়েত হোসেন গজ নবী বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ব্যবসার বিষয়ে ইউএনও-কে অবহিত করা হয়েছে। বিক্ষোভের পর আলটিমেটামের মধ্যে মাদক আখড়া উচ্ছেদ করা হবে বলে তিনি জানান। তবে মাদক বাণিজ্যে তার বা পরিষদের সদস্যদের জড়িত থাকার অভিযোগ তিনি অস্বীকার করেন।

একজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, জনপ্রতিনিধি ও নেতাদের ম্যানেজ করেই মাদক ব্যবসা চলছে। তবে এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, মেলার মাদক আখড়া উচ্ছেদ করা হয়েছে, তবে মাদকবিরোধী কোনো মিছিলের খবর তিনি অস্বীকার করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দোয়ারাবাজারে লামাসানিয়া প্রিমিয়ার লীগ (LPL) ১০ম আসর ২০২৫ এর উদ্ভোধন

গাজীপুরের কালিয়াকৈরে চিনাইল পাগলের মেলায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে বিক্ষোভ

আপডেট সময় ০৬:৫৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

গাজীপুরের কালিয়াকৈরে ঐতিহ্যবাহী চিনাইল পাগলা বাড়িতে কেশব পাগলের মেলাকে কেন্দ্র করে প্রকাশ্যে মাদকের রমরমা ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে। মাদক ব্যবসা বন্ধের দাবিতে স্থানীয় জনগণ সোমবার সকালে বিক্ষোভ মিছিল করে।

মিছিলকারীরা মেলা কমিটি ও স্থানীয় চেয়ারম্যানের আশ্বাসে এক দিনের আলটিমেটাম দিয়ে সরে যায় বলে জানা গেছে।

কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের কাছে অবস্থিত কেশব পাগলার আশ্রমে প্রতি বছর জানুয়ারি মাসে এই মেলা অনুষ্ঠিত হয়। চলতি বছর ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া মেলায় দেশজুড়ে ভক্তদের আগমনে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হলেও মাদকের অবাধ বিক্রি এলাকাবাসীকে ক্ষুব্ধ করে তুলেছে। মেলার পশ্চিম প্রান্তে খোলা জমিতে তাবু টানিয়ে শতাধিক স্টলে গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ প্রাণঘাতী মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, মাদকের সহজলভ্যতার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদকসেবীরা এসে জমায়েত হচ্ছে। উঠতি বয়সী তরুণ-তরুণী, শিক্ষার্থী, এমনকি বৃদ্ধরাও মাদক সেবনে লিপ্ত। প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের ক্ষোভ চরমে পৌঁছেছে।

কালিয়াাৈরের ঢালজোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এনায়েত হোসেন গজ নবী বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ব্যবসার বিষয়ে ইউএনও-কে অবহিত করা হয়েছে। বিক্ষোভের পর আলটিমেটামের মধ্যে মাদক আখড়া উচ্ছেদ করা হবে বলে তিনি জানান। তবে মাদক বাণিজ্যে তার বা পরিষদের সদস্যদের জড়িত থাকার অভিযোগ তিনি অস্বীকার করেন।

একজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, জনপ্রতিনিধি ও নেতাদের ম্যানেজ করেই মাদক ব্যবসা চলছে। তবে এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, মেলার মাদক আখড়া উচ্ছেদ করা হয়েছে, তবে মাদকবিরোধী কোনো মিছিলের খবর তিনি অস্বীকার করেন।