ঢাকাই সিনেমার প্রকাশ্যে শত্রুভাবাপন্ন দুই নায়িকা শবনম বুবলী ও অপু বিশ্বাস। প্রায়শই দুজনকে দেখা যায় একে অপরের বিরুদ্ধে বিষোদগার করতে।
সরাসরি নাম না বললেও মন্তব্যে আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন, কাকে উদ্দেশ্য করে সেসব বিষোদগার করছেন। এ নিয়ে দুই নায়িকার ভক্তদের মধ্যেও চলে প্রকাশ্য দ্বন্দ্ব। মূলত চিত্রনায়ক শাকিব খানকে নিয়েই তাদের মধ্যে এই দ্বন্দ্ব।
শাকিব অপু বিশ্বাসের সাবেক স্বামী। আর বুবলীর মতে, তার বর্তমান স্বামী। যদিও শাকিব বলেছেন বুবলীকে তিনি তালাক দিয়েছেন। এসব বিষয় নিয়ে অনলাইন দুনিয়ায় চলে বাহাস। এর বেশিরভাগই নেগেটিভ। এই নেগেটিভির বিরুদ্ধে শবনম বুবলী গত ২৪ এপ্রিল রাজধানীর ভাটারা থানায় ফেসবুক ও ইউটিউবের ২০টি আইডি ও পেজের বিরুদ্ধে জিডি করেন। এবার তার পথ ধরে অপু বিশ্বাসও একই থানায় ৯ মে জিডি করেছেন। তার অভিযোগের ধরনও একই। অনলাইনে তাকে হেনস্তা করা হচ্ছে।
তবে বুবলীর অভিযোগে অপু বিশ্বাস সংশ্লিষ্ট কোনো নাম না থাকলেও অপুর অভিযোগে রয়েছে বুবলীর নাম। অর্থাৎ অন্যদের সঙ্গে বুবলীর সমর্থক পাঁচটি ফেসবুক অ্যাকাউন্টও রয়েছে তার অভিযোগের তালিকায়। অপু বিশ্বাস অভিযোগকৃত ৩৪টি ফেসবুক পেজের নাম ও লিংকের মধ্যে শুরুতেই রয়েছে ‘বুবলী ফ্যান’! এরপর রয়েছে বুবলী ইউনিভার্স, বুবলী এসবি, শবনম বুবলী ফ্যানস ও সবনম বুবলীর সাপোর্টার্স।
অনেকে বলছেন, অপু যেসব বুবলীর নামের যেসব পেজ বা আইডির বিরুদ্ধে অভিযোগ করেছেন সেগুলোর সঙ্গে বুবলীর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক নেই। ভক্তরা নিজ উদ্যোগেই তাদের প্রিয় তারকার পক্ষে দাঁড়ান। হরহামেশা এটাই ঘটছে ইন্ডাস্ট্রিতে। তবে এসব অভিযোগের পক্ষে বা বিপক্ষে কোনো মন্তব্যই করেননি দুই নায়িকার কেউই।