এবার চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কথা ভাবছে চীন ও রাশিয়া। রয়টার্সের দেওয়া তথ্যানুযায়ী, মঙ্গলবার রাশিয়ার মহাকাশ সংস্থা রোসকসমসের চেয়ারম্যান এবং সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী ইউরি বোরিসভ এ তথ্য জানিয়েছেন। খবর সামা টিভির।
বোরিসভ বলেছেন, ‘২০৩৩ থেকে ২০৩৫ সালের মধ্যে আমরা চীনের সহযোগীদের সঙ্গে চাঁদের পৃষ্ঠে পাওয়ার ইউনিট সরবরাহ এবং ইনস্টল করার একটি প্রকল্প গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। ‘
তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে চন্দ্র বসতিগুলোতে শুধু সৌর প্যানেলগুলো পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে না। আর তখন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো সেখানে শক্তি সরবরাহ করবে। ‘
তবে চাঁদে চীন ও রাশিয়ার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের এই পরিকল্পনাকে একটি চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন বোরিসভ। এই কার্যক্রম ‘অবশ্যই মানুষের উপস্থিতি ছাড়া একটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে’ করতে হবে বলে জানান তিনি।
বোরিসভ পারমাণবিক শক্তিচালিত একটি কার্গো মহাকাশযান নির্মাণের জন্য রাশিয়ার আকাঙ্ক্ষার কথাও উল্লেখ করেছেন। বলেছেন, পারমাণবিক চুল্লিকে কীভাবে ঠান্ডা করা যায় তা বাদে, প্রকল্পের সঙ্গে সম্পর্কিত সব প্রযুক্তিগত সমস্যা সমাধান করা হয়েছে।
গত বছর চাঁদে লুনা-২৫ নামে একটি মহাকাশযান পাঠিয়েছিল রাশিয়া। তবে এটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে বিধ্বস্ত হয়ে যায়।
গত মাসে চীন ঘোষণা করেছে, তারা ২০৩০ সালের মধ্যে একটি চীনা মহাকাশচারীকে চাঁদে পাঠাতে চায়।