স্পিকার, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেনা না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের প্রভাবশালী রাজনীতিবীদ ও জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান।
শুক্রবার পিএমএল-এন নেতা নওয়াজ শরীফ দেখা করেও মন গলাতে পারেননি মাওলানার। শেষ পর্যন্ত রোববার প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট দেয়নি তার দল।
এদিন করাচিতে এক সংবাদ সম্মেলনে জেইউআই-এফ প্রধান বলেছেন, এই সংসদ কারচুপির ফসল।
তিনি বলেন, বাস্তবতা হচ্ছে গণতন্ত্র তার মামলায় হেরে যাচ্ছে, পার্লামেন্ট তার গুরুত্ব হারাচ্ছে, এই লোকেরা জাতির হৃদয়কে শাসন করতে পারবে না।
২০২৪ সালে কারচুপির রেকর্ড ভাঙা হয়েছে বলেও অভিযোগ করেন জেইউআই-এফ প্রধান। বলেন, ২০২৪ সালে নির্বাচনে ২০১৮ সালের কারচুপির রেকর্ডও ভেঙেছে। এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না।
মাওলানা ফজলুর রহমান বলেন, সারাদেশে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি, সারাদেশে আন্দোলন চালানোর পরিকল্পনা করব, এসব পরিস্থিতি আমরা মেনে নিতে পারছি না, জনগণের প্রতিক্রিয়া আসবে।