ইসরায়েল সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তার এ সফরের কথা রয়েছে।
ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের কথা রয়েছে ঋষি সুনাকের।
বিবিসি জানিয়েছে, দুই দিনের সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যাবেন।
ডাউনিং স্ট্রিট এর তথ্য অনুযায়ী, হামাসের হামলার ফলে ইসরায়েল এবং গাজায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করবেন সুনাক। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পথ খুলে দিতে অনুরোধ করবেন তিনি। এছাড়া আটকেপড়া ব্রিটিশ নাগরিকরা যাতে নিরাপদে ফিলিস্তিনি থেকে বের হতে পারে সে বিষয়েও আলোচনা করবেন।