ঢাকায় সফরে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। সোমবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে তিন দিনের সফরে তিনি ঢাকায় আসেন।
বিমানবন্দরের একটি সূত্র মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির ঢাকায় পৌঁছানোর তথ্য গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, “সফরের শুরুর দিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলমের সঙ্গে বৈঠক করবেন। পরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন আফরিন।”
বৈঠকগুলোতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন, রোহিঙ্গা সমস্যাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে।