মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে ১৬ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৭ জন।শুক্রবার (৬ অক্টোবর) দেশটির ওক্সাকা রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যঅনুযায়ী, বাসটি ওক্সাকা এবং কেন্দ্রীয় রাজ্য পুয়েব্লার মহাসড়ক দিয়ে যাচ্ছিল। চালক বাসটি দ্রুত চালানোর সময় উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৩ শিশু ও দুই নারী রয়েছে, যাদের সবাই ভেনেজুয়েলা ও হাইতির বাসিন্দা। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো দিয়ে প্রচুর অভিবাসনপ্রত্যাশী আসছে। ফলে সেখানে দুর্ঘটনাও বেড়ে গেছে। অভিবাসীরা বাস, ট্রাক বা কার্গো ট্রেনে চড়ে মেক্সিকো পার হওয়ার চেষ্টা করে।