জনপ্রিয় কণ্ঠশিল্পী তানিয়া শারমিন তানিশার দ্বিতীয় এলবামের দুইটি গান রিলিজ হয়েছে ।
উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি বাংলাদেশের জনপ্রিয় স্বনামধন্য গীতিকার ও সুরকার কাজী ফারুক বাবুলের লেখা ও সুরে এবং কাজী ফারুক বাবুলের মিউজিক পরিবেশনায় কেএফবি স্টুডিওতে, তানিশার দ্বিতীয় এলবামের চাঁদের যেমন সূর্য আছে এবং রাজ প্রাসাদের সুখ চাই না শিরোনামে গান দুটিতে কন্ঠ দেন শিল্পী তানিয়া শারমিন তানিশা।
কাজী ফারুক বাবুল বলেন, তানিয়া শারমিন তানিশা একজন প্রতিভাময় শিল্পী তার গায়কীর ধরণ অনেক ভালো এক কথায় তানিশার কণ্ঠে যাদু আছে। আগামীতে তানিশা তার গান দিয়ে শ্রোতাদের মন জয় করবে৷ কণ্ঠশিল্পী তানিয়া শারমিন তানিশার কন্ঠে কাজী ফারুক বাবুলের লেখা ও সুরে রসিক কালা বন্ধুরে নামে প্রথম এলবাম রিলিজ হয়েছে। এলবামের সব গুলো গান দর্শক জনপ্রিয়তা পেয়েছে।
গীতিকার কাজী ফারুক বাবুল আরো বলেন, তানিশার জন্য বেশ কিছু ইসলামিক গান লেখা হয়েছে। খুব শীগ্রই কেএফবি স্টুডিও থেকে গানের ভোকাল দিবেন তানিয়া শারমিন তানিশা।
তানিয়া শারমিন তানিশা দর্শকদের আরো ভালো ভালো গান উপহার দিতে চান এবং সকলের ভালোবাসা ও দোয়া কামনা করেন।