ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন ৩টি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা করা হবে বলে জানা গেছে।
আগামীকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) এ পরীক্ষা শুরু হবে বলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন ৩টি হাসপাতাল তথা- মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদন হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা করা হবে।
এদিকে, গতকাল মঙ্গলবার (১৬ আগস্ট) সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪২৬ জন।