ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘নারী কীসে আটকায়’, যা বললেন পরীমণি

মাদারীপুরসময় ডটকম ডেক্স :

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বিষয়, ‘নারী কীসে আটকায়?’  ফেসবুক খুললেই এ নিয়ে পোস্টের দেখা মেলে ভুরি ভুরি। কেউ বিষয়টি নিয়ে মজা করছেন তো কেউ বেশ সিরিয়াস, কেউ বা এ নিয়ে দর্শনশাস্ত্র পাঠ শুরু করেছেন।

বিষয়টি নিয়ে মিম বানানো চলছে পুরোদমে। এভাবেই এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। যেখানে এ নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছেন ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান।

এবার এই ট্রেন্ডে যুক্ত হলেন আরেক আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণি। তিনি জানালেন শুধু নারী নয়, মানুষ আসলে কীসে আটকায়!

তিনি অবশ্য এজন্য একটা উপলক্ষ্যকে বেছে নিয়েছেন। আর তাহলো ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর প্রথম জন্মদিন

রোববার (১৩ আগস্ট) রাতে ফেসবুকে ছেলের জন্মদিনের একটি ছবি পোস্ট করেন পরীমণি।

ক্যাপশনে ছন্দ আকারে তিনি লেখেন, ‘নারী, পুরুষ কিংবা মানুষ, কীসে এত আটকে রাখার দায়? জীবন শুধু মায়ায় আটকায়। ’ পাশে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।

অভিনেত্রীর এমন মন্তব্যে অনেকেই সহমত জানিয়েছেন। কেউ কেউ আবার মজা করেছেন মন্তব্যের ঘরে।

একজন লিখেছেন, ‘আমি তো শুধু পড়ালেখায় আটকাই। ’

একজন রাজ্যর প্রতি আদর প্রকাশে লেখেন, ‘আমি তো পদ্ম বাবা সোনাটায় আটকাইয়া গেছি। ’

প্রসঙ্গত, ঢাকঢোল পিটিয়েই ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর প্রথম জন্মদিন আয়োজন করলেন ঢাকাই সিনেমার আলোচিক নায়িকা পরীমণি।

যদিও জৌলুসময় সেই আয়োজনে ছিলেন না রাজ্যর বাবা শরীফুল রাজ। বোঝাই যাচ্ছে দাম্পত্যজীবনে টানাপোড়েন চলছে এ চিত্রনায়িকার।

এদিকে মা হওয়া কারণে দীর্ঘ বিরতির শিগগিরই রূপালি পর্দায় ফিরছেন পরী। জানা গেছে, কলকাতা ও বাংলাদেশ মিলে বড় বাজেটের অন্তত তিনটি ছবির ঘোষণা আসতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘নারী কীসে আটকায়’, যা বললেন পরীমণি

আপডেট সময় ১২:১১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

মাদারীপুরসময় ডটকম ডেক্স :

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বিষয়, ‘নারী কীসে আটকায়?’  ফেসবুক খুললেই এ নিয়ে পোস্টের দেখা মেলে ভুরি ভুরি। কেউ বিষয়টি নিয়ে মজা করছেন তো কেউ বেশ সিরিয়াস, কেউ বা এ নিয়ে দর্শনশাস্ত্র পাঠ শুরু করেছেন।

বিষয়টি নিয়ে মিম বানানো চলছে পুরোদমে। এভাবেই এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। যেখানে এ নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছেন ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান।

এবার এই ট্রেন্ডে যুক্ত হলেন আরেক আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণি। তিনি জানালেন শুধু নারী নয়, মানুষ আসলে কীসে আটকায়!

তিনি অবশ্য এজন্য একটা উপলক্ষ্যকে বেছে নিয়েছেন। আর তাহলো ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর প্রথম জন্মদিন

রোববার (১৩ আগস্ট) রাতে ফেসবুকে ছেলের জন্মদিনের একটি ছবি পোস্ট করেন পরীমণি।

ক্যাপশনে ছন্দ আকারে তিনি লেখেন, ‘নারী, পুরুষ কিংবা মানুষ, কীসে এত আটকে রাখার দায়? জীবন শুধু মায়ায় আটকায়। ’ পাশে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।

অভিনেত্রীর এমন মন্তব্যে অনেকেই সহমত জানিয়েছেন। কেউ কেউ আবার মজা করেছেন মন্তব্যের ঘরে।

একজন লিখেছেন, ‘আমি তো শুধু পড়ালেখায় আটকাই। ’

একজন রাজ্যর প্রতি আদর প্রকাশে লেখেন, ‘আমি তো পদ্ম বাবা সোনাটায় আটকাইয়া গেছি। ’

প্রসঙ্গত, ঢাকঢোল পিটিয়েই ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর প্রথম জন্মদিন আয়োজন করলেন ঢাকাই সিনেমার আলোচিক নায়িকা পরীমণি।

যদিও জৌলুসময় সেই আয়োজনে ছিলেন না রাজ্যর বাবা শরীফুল রাজ। বোঝাই যাচ্ছে দাম্পত্যজীবনে টানাপোড়েন চলছে এ চিত্রনায়িকার।

এদিকে মা হওয়া কারণে দীর্ঘ বিরতির শিগগিরই রূপালি পর্দায় ফিরছেন পরী। জানা গেছে, কলকাতা ও বাংলাদেশ মিলে বড় বাজেটের অন্তত তিনটি ছবির ঘোষণা আসতে পারে।