রাহুল গান্ধীর সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই বলে কটাক্ষ করেছেন কর্ণাটক প্রদেশ বিজেপির সভাপতি নলিন কুমার কাতিল। তার দাবি, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই বলেই বিয়ে করছেন না তিনি।
বিজেপি নেতার এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে কংগ্রেস।
বিজেপির কর্ণাটক প্রদেশ সভাপতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে তাকে বলতে শোনা গিয়েছে, ‘সিদ্ধারা মাইয়া এবং রাহুল গান্ধী বলেছিলেন করোনার টিকা নিলে বাবা হওয়া যাবে না। তারপরও কিন্তু তারা চুপিচুপি করোনার টিকা নিয়েছেন। একদিন আগেই আমাদের এক নেতা আমাকে বলছিলেন, এই কারণেই নাকি রাহুল গান্ধী বিয়ে করছেন না। কারণ তিনি বাবা হতে পারবেন না।’
বস্তুত, রাহুল গান্ধীকে ব্যক্তিগত আক্রমণ একেবারেই নতুন কিছু নয়। কখনো তাকে ‘পাপ্পু’ বলা হয়। কখনো তার বিদেশযাত্রা নিয়ে কটাক্ষ করা হয়। কখনো তার বান্ধবীর বিয়েতে যাওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। তবে এবারে কর্ণাটকের বিজেপি নেতা যা বললেন, সেটা রীতিমত নিন্দনীয় বলে দাবি করেছ কংগ্রেস। হাত শিবির বলছে, ওই বিজেপি নেতা মানসিক সমস্যায় ভুগছেন।
কংগ্রেসের কর্ণাটকের প্রচার বিভাগের প্রধান প্রিয়াঙ্ক খাড়গের বক্তব্য, ‘বিজেপির রাজ্য সভাপতি যে ভাষায় কথা বলছেন, তাতে আমি নিশ্চিত যে ওর মানসিক সমস্যা আছে। দ্রুত চিকিৎসা প্রয়োজন। আমি শুধু বলব, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।’
শুধু কংগ্রেস নয়, বিজেপিও দলের প্রদেশ সভাপতির এই মন্তব্যের দায় নিতে চাইছে না বিজেপিও। কর্ণাটকের এক মন্ত্রী বলছেন, ‘আমি জানি না ঠিক কোন প্রেক্ষিতে আমাদের রাজ্য সভাপতি কথাগুলো বলছেন। তবে এটা দলের বক্তব্য নয়।’