ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ পরিচালনা পরিষদের ১৬ তম সভা শুরু হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে এই সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সভায় ঢাকা নগর পরিবহনের রুট বৃদ্ধি, ভাড়া সমন্বয়, ই-টিকেটিং চালুসহ নানান বিষয়ে আলোচনা হবে। এই বোর্ড সভায় আরো উপস্থিত রয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস, সড়ক সচিব এবিএম আমানউল্লাহ নুরী, ডিটিসিএ নির্বাহী পরিচালকসহ সড়ক ও মহাসড়ক বিভাগের একাধিক কর্মকতা।