বিশ্ব ইজতেমা নিয়ে মসজিদগুলোর খুতবায় অপপ্রচার ও উস্কানিমূলক বার্তা না দিয়ে সচেতনতামূলক বক্তব্য প্রচারের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানায়, টঙ্গিতে বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জুমার প্রাক খুতবায় ও ওয়াক্তিয়া নামাজের আগে পরে মসজিদের মাইক থেকে অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড পরিহারের করতে হবে। এ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রচারের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সকল মসজিদের পরিচালনা কমিটি, সম্মানিত ইমাম, খতিব, ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও কর্মীদের এ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য নিয়মিত প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
আগামী ১৩-১৫ জানুয়ারি প্রথম পর্ব ও ২০-২২ জানুয়ারি দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুরক্ষা ও বিদেশিদের নিকট দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে। এ জন্য সব ধরনের বিভ্রান্তিকর, বিদ্বেষমূলক ও উস্কানিমূলক বক্তব্য প্রদান পরিহার এবং দেশের সব মসজিদে উভয়পক্ষের দেশি-বিদেশি জামাত-মুসল্লির অবস্থান নিশ্চিত করা একান্ত জরুরি।