ইউক্রেনের সাথে সংঘাত চললেও আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ভারতকে এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের তৃতীয় স্কোয়াড্রন সরবরাহ করবে রাশিয়া।
প্রথম দুটি স্কোয়াড্রন আগেই ভারতে এসেছে। সেগুলো উত্তর ও পূর্ব সেক্টরে মোতায়েন আছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এএনআইকে এ তথ্য জানিয়েছে। তবে রাশিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় এ সরবরাহের বিষয়ে দুই দেশের মধ্যে একমাত্র সমস্যা হলো রাশিয়ার সাথে আর্থিক লেনদেনের উপায় খুঁজে বের করা।
আগের দুটি স্কোয়াড্রন পশ্চিমবঙ্গ এবং সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের সংবেদনশীল ‘চিকেনস নেক’ করিডোরসহ লাদাখ সেক্টরের জন্য মোতায়েন করা হয়েছে। ভারত রাশিয়া থেকে এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইলের পাঁচটি স্কোয়াড্রন পেতে ৩৫ হাজার কোটি টাকায় চুক্তি করেছে। আগামী অর্থবছরের শেষ নাগাদ পাঁচটি স্কোয়াড্রনের সবগুলো ভারত পেয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
এই এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমকে ভারতীয় বিমানবাহিনীর জন্য গেম চেঞ্জার বলে মনে করা হচ্ছে। এখন চীন এবং ভারত দুই দেশেরই তাদের নিজ নিজ এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর মোতায়েন রয়েছে। জল এবং আকাশপথ দু’পথেই ভারতে পৌঁছাচ্ছে এই এয়ার ডিফেন্স সিস্টেম।
রাশিয়া ভারতের অন্যতম বৃহৎ অস্ত্র যোগানদাতা। অস্ত্রের জন্য ভারতের তিন বাহিনীই রাশিয়ার ওপর অনেক বেশি নির্ভরশীল। গত কয়েক বছরে ভারত রাশিয়ার প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের পাশাপাশি ফ্রান্সসহ ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে অস্ত্র কিনেছে। এস-৪০০ প্রযুক্তি হলো বর্তমান বিশ্বে ভূমি থেকে আকাশে মিসাইল নিক্ষেপের সবচেয়ে উন্নততর প্রযুক্তি।
এটার আওতা হচ্ছে ৪০০ কিলোমিটার এলাকা। একটি এস-৪০০ প্রযুক্তি দিয়ে একনাগাড়ে ৮০টি লক্ষ্যে আঘাত করা যায়। স্বল্প উচ্চতার ড্রোন থেকে শুরু করে যেকোনো উচ্চতায় বিমান এবং দূরপাল্লার মিসাইলে আঘাত হানতে সক্ষম এই প্রযুক্তি।