করোনা মহামারিতে মৃত্যুর মিছিল শুরুর তিন বছর পর এসে ভারতের পশ্চিমবঙ্গ করোনায় মৃত্যুশূন্য একটি দিন পার করেছে।
শুধু মৃত্যুশূন্যই নয়, গতকাল ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে আগের ২৪ ঘণ্টায় করোনায় পজিটিভিটি রেটও শূন্য। আর করোনা থেকে সেরে ওঠার হার প্রায় ৯৯ শতাংশ।
২০২০ সালের ২৬ মার্চের পর এই প্রথম পশ্চিমবঙ্গে করোনা শনাক্তের হার শূন্য।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিসংখ্যান অনুয়ায়ী সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২১ লাখ ১৮ হাজার ৫৪৮ জন। মৃতের সংখ্যা ২১ হাজার ৫৩১।