শিক্ষনীয় ও ইতিবাচক বিষয়াদি ও বিনোদনের সকল উপাদান রেখে নির্মান করা হয়েছে দুঃসাহসিক অপারেশন ভিত্তিক নতুন চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন দিপংকর দিপন। ২৩ সেপ্টেম্বর ২০২২ দেশব্যাপি শুভমুক্তি পাচ্ছে অপারেশন সুন্দরবন।
ছবি মুক্তি উপলক্ষে গত ০৮ সেপ্টেম্বর বিকেলে র্যাব মিডিয়া সেন্টারে চলচ্চিত্রটির নির্মান ও প্রেক্ষাপট তুলে ধরা হয় এবং একই সাথে চলচ্চিত্রটির পোস্টার উম্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোস্টার উন্মোচন এবং বক্তব্য প্রদান করেন আসাদুজ্জামান নুর এমপি, এবং র্যাব ফোর্সেস-এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, বিপিএম (বার) ছবির পেক্ষাপট বিষয়ে বক্তব্য প্রদান করেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যাবের অন্যান্য কর্মকর্তা, মিডিয়ার সাংবাদিক ও অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা। ছবিটি প্রযোজনা করেছেন “র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিঃ”।
বিশ্ব ঐতিহ্য হিসেবে খ্যাত পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। জীব বৈচিত্রের এক অপরূপ নিদর্শন এই সুন্দরবন। সুন্দরবন আমাদের অহংকার ও গর্বের প্রতীক। এই বনভূমিতে জলদস্যুদের ইতিহাস দীর্ঘদিনের। প্রাচীনকাল থেকেই মগ, মার্মাদ ও ফিরিঙ্গিদের হাতে জীবন দিতে হয়েছে মাছ ও লবন ব্যবসায়ীদের।
যুগে যুগে এই নিরীহ মানুষের কষ্টার্জিত অর্থ সপে দিতে হয়েছে এই জলদস্যুদের ভয়াবহতা আরো বেড়ে যায় সুন্দরবনে। সুন্দরবনের বনজ সম্পদের সংরক্ষনের জন্য সুন্দরবনকে বাঁচাতে ২০১২ সালের র্যাব ফোর্সেসকে লিড এজেন্সি করে তৈরী হয়েছিল টাস্ক ফোর্স। সুন্দরবনের র্যাবের সাফল্যগাথা, রোমান্সকর উপাখ্যান জনসাধারণের সামনে তুলে ধরার জন্য। র্যাব এর সহযোগীতায় সুন্দরবনে র্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হয়েছে লাইফ অ্যাকশন থ্রিলার মুভি ‘অপারেশন সুন্দরবন’। এর আগে সমুদ্র সৈকত কক্সবাজারের লাবনী বিচে জনগনের সামনে ছবিটির ট্রেইলার উন্মোচন করা হয়।
ছবিটিতে ৫টি গান রয়েছে। বাপ্পা মজুমদারের গাওয়া ‘এ মন ভিজে যায়’ শিরোনামের গানটি ফেসবুক পেইজ ও ইউটিউবে প্রকাশ করা হয়েছে। আরো গান গেয়েছেন- পার্থ বড়ুয়া, পান্থ কানাই, হাবিব ওয়াহিদ, ইমরান, কনা, মিজান ও নন্দিতা। মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গান গুলি।লোক সংস্কৃতির ‘পট গান’কেও যুক্ত করা হয়েছে ছবিটিতে। ছবিটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রিয়াজ, দর্শনা বণিক, মনোজ প্রামানিক, তাসকিন রহমান, সামিনা বাশার, এহসান, তুহিন ও টিপু। ছবিঃ রিফাত, মোস্তাফিজ মিন্টু।