ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের বিপক্ষে কখনোই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ হয়নি বাংলাদেশ নারী দলের। এবার সেই অপেক্ষা ফুরাচ্ছে। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফর করতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের মাঠে একবারই খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ২০১৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে গায়ানার প্রভিডেন্সে ৬০ রানে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
এই সফরে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সিরিজটি খেলতে নিগার সুলতানা জ্যোতিরা ১৪ জানুয়ারি সেন্ট কিটসে পৌঁছাবে।
আগামী ১৯ জানুয়ারি ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশের মেয়েরা। বাকি দুই ম্যাচ ২১ ও ২৪ জানুয়ারি। ওয়ানডে সিরিজটি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।
আগামী বছর ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনে এই পয়েন্ট কাজে লাগবে দুই দলের।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষেই টি-টোয়েন্টি শুরু হবে। সংক্ষিপ্ত সংস্করণের সিরিজটি ২৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৩১ জানুয়ারি। দ্বিতীয়টি ম্যাচটি হবে ২৯ জানুয়ারি। সীমিত ওভারের সব ম্যাচই হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।
বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মণ্ডল, রাবেয়া খাতুন, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক পিংকি, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।