ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবির নবনিযুক্ত রেজিস্ট্রার ড. মোঃ ইকতিয়ার উদ্দিন যাত্রী হয়রানি ও প্রতারণার অভিযোগ রামগঞ্জের আল আরাফা এক্সপ্রেস পরিবহনের মালিকের বিরুদ্ধে বড়াইগ্রামে ভুল আগাছা নাশক প্রদানে কৃষকের প্রায় ৩০০ বিঘা জমির রসুন পুড়ে বিনষ্ট, প্রশাসন দায় এড়ানোর চেষ্টায় পুঠিয়া সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে পিটিয়ে দুই পা ভেঙ্গে দিলেন দুর্বৃত্তরা চুনারুঘাট পৌর শহরে তীব্র যানজটে মূল কারণ রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী নবী হোসেন মাদক, চুরি, ডাকাতি, অপহরণ ও হত্যাসহ বিভিন্ন অপরাধের এক সম্রাজ্যের নাম। শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার জামালপুর মনোহরগঞ্জে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই নাম ব্যবহার করে তদবির বিষয়ে যে বার্তা দিলেন উপদেষ্টা নাহিদ সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মালয়েশিয়া থেকে সাধারণ ক্ষমায় ফিরেছেন লক্ষাধিক কর্মী

মালয়েশিয়ায় কাগজপত্রবিহীন অভিবাসীদের সাধারণ ক্ষমায় দেশে ফেরা কর্মসূচির মেয়াদ শেষ হচ্ছে আজ। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১২টায় শেষ হবে এ প্রক্রিয়া। অভিবাসন বিভাগের তথ্যমতে, গত ৯ মাসে এ প্রক্রিয়ায় নিজ নিজ দেশে ফিরেছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের দুই লক্ষাধিক কর্মী।

এ বছরের ১ মার্চ থেকে সাধারণ ক্ষমায় দেশে ফেরার সুযোগ দেয় মালয়েশিয়া সরকার। যেখানে জরিমানা নির্ধারণ করা হয় ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত। শুরুর দিকে এ প্রক্রিয়ায় খুব বেশি অভিবাসী নিজ নিজ দেশে না ফিরলেও শেষ সময়ে ফিরতে দেখা গেছে হাজার হাজার কর্মীকে। শেষ দেড় মাসে অভিবাসন বিভাগের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতেও বেগ পেতে হয়েছে অনেককে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্যমতে, ১২ ডিসেম্বর পর্যন্ত প্রত্যাবাসন কর্মসূচিতে নিবন্ধন করেন ১১১টি দেশের মোট ২ লাখ ১৬ হাজার ৪৭১ অভিবাসী, যার মধ্যে ইতোমধ্যে মালয়েশিয়া ছেড়েছেন ১ লাখ ৮৭ হাজার। দেশে ফিরে যাওয়া ও নিবন্ধিতদের বেশিরভাগই ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিয়ানমার এবং নেপালের নাগরিক। ধারণা করা হচ্ছে প্রায় ১ লাখ বাংলাদেশি কর্মী এ প্রক্রিয়ায় দেশে ফিরেছেন।

এর আগে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ অবৈধদের কোনোভাবেই থাকতে না দেওয়ার ঘোষণা দেয়। ৩১ ডিসেম্বরের পরেও যারা কাগজপত্রবিহীন অবস্থায় থাকবেন তাদের জন্য আরও কঠোর হওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। আর দেশে ফেরার এই প্রক্রিয়ার মধ্যেই বিভিন্ন স্থানে অভিযানও পরিচালনা করে অভিবাসন বিভাগ।

তবে এ কর্মসূচির আওতায় যারা দেশে ফিরছেন তাদের বেশিরভাগই কর্মহীন কিংবা প্রয়োজনীয় কাগজপত্রবিহীন। অনেকেই সম্প্রতি কলিং ভিসায় এসে প্রত্যাশা অনুযায়ী কাজ না পেয়ে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরে যাচ্ছেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবির নবনিযুক্ত রেজিস্ট্রার ড. মোঃ ইকতিয়ার উদ্দিন

মালয়েশিয়া থেকে সাধারণ ক্ষমায় ফিরেছেন লক্ষাধিক কর্মী

আপডেট সময় ০৩:০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ায় কাগজপত্রবিহীন অভিবাসীদের সাধারণ ক্ষমায় দেশে ফেরা কর্মসূচির মেয়াদ শেষ হচ্ছে আজ। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১২টায় শেষ হবে এ প্রক্রিয়া। অভিবাসন বিভাগের তথ্যমতে, গত ৯ মাসে এ প্রক্রিয়ায় নিজ নিজ দেশে ফিরেছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের দুই লক্ষাধিক কর্মী।

এ বছরের ১ মার্চ থেকে সাধারণ ক্ষমায় দেশে ফেরার সুযোগ দেয় মালয়েশিয়া সরকার। যেখানে জরিমানা নির্ধারণ করা হয় ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত। শুরুর দিকে এ প্রক্রিয়ায় খুব বেশি অভিবাসী নিজ নিজ দেশে না ফিরলেও শেষ সময়ে ফিরতে দেখা গেছে হাজার হাজার কর্মীকে। শেষ দেড় মাসে অভিবাসন বিভাগের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতেও বেগ পেতে হয়েছে অনেককে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্যমতে, ১২ ডিসেম্বর পর্যন্ত প্রত্যাবাসন কর্মসূচিতে নিবন্ধন করেন ১১১টি দেশের মোট ২ লাখ ১৬ হাজার ৪৭১ অভিবাসী, যার মধ্যে ইতোমধ্যে মালয়েশিয়া ছেড়েছেন ১ লাখ ৮৭ হাজার। দেশে ফিরে যাওয়া ও নিবন্ধিতদের বেশিরভাগই ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিয়ানমার এবং নেপালের নাগরিক। ধারণা করা হচ্ছে প্রায় ১ লাখ বাংলাদেশি কর্মী এ প্রক্রিয়ায় দেশে ফিরেছেন।

এর আগে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ অবৈধদের কোনোভাবেই থাকতে না দেওয়ার ঘোষণা দেয়। ৩১ ডিসেম্বরের পরেও যারা কাগজপত্রবিহীন অবস্থায় থাকবেন তাদের জন্য আরও কঠোর হওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। আর দেশে ফেরার এই প্রক্রিয়ার মধ্যেই বিভিন্ন স্থানে অভিযানও পরিচালনা করে অভিবাসন বিভাগ।

তবে এ কর্মসূচির আওতায় যারা দেশে ফিরছেন তাদের বেশিরভাগই কর্মহীন কিংবা প্রয়োজনীয় কাগজপত্রবিহীন। অনেকেই সম্প্রতি কলিং ভিসায় এসে প্রত্যাশা অনুযায়ী কাজ না পেয়ে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরে যাচ্ছেন।