ইসলামপুর উপজেলায় সূর্যমুখী বিদ্যাপীঠ (ইংলিশ ভার্সন) ক্যাম্পাস, মিনার আল-হিকমাহ মসজিদ এবং মিনার আল-হিকমাহ ইন্টারন্যাশনাল মাদরাসা এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়, মধ্যমনি জনাব প্রকৌশলী মোঃ আবু হানিফ, ব্যবস্হনা পরিচালক, ফরমোনিক গ্রুপ,ঢাকা এবং উদ্বোধক জনাব বাহলুল হক চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে পুলিশ সুপার মহোদয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে জনাব তৌহিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ইসলামপুর, জামালপুর; জনাব মোঃ সাইফুল্লাহ, অফিসার ইনচার্জ, ইসলামপুর থানা এবং এছাড়াও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।