কুমিল্লার মনোহরগঞ্জে এক ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে দুটি দোকান। শনিবার দিবাগত রাত প্রায় ৩টায় উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজরস্থ খোদাইভিটায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত প্রায় ৩টায় উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজরস্থ খোদাইভিটায় ভাইভাই কনফেকশনারীর গোডাউনে আগুন লাগে। মধ্যরাতে মুঠোফোনে এমন সংবাদ পেয়ে ছুটে যান নিজ দোকানের গোডাউনে। ততক্ষনে আগুন পুড়ে ছাই করে দেয় তার আসবাবপত্রসহ গোডাউনের সব মালামাল। খবর পেয়ে মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়।
তবে ততক্ষনে পুড়ে যায় ওই কনফেকশনারির গোডাউন ও স্থানীয় আনোয়ার হোসেনের নিজ মালিকানাধীন একটি খালি দোকান। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ ভাইভাই কনফেকশনারির মালিক কেফায়েত উল্ল্যা জানান, আগুনে পুড়ে গেছে তার গোডাউনে থাকা ৫টি ফ্রিজ, একটি কফি মেকার মেশিনসহ কনফেকশনারি আইটেমের যাবতীয় মালামাল। এতে তার প্রায় দশ লক্ষাধিক টাকা ক্ষতিসাধিত হওয়ার কথা জানান তিনি। এ বিষয়ে কথা হলে মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বটন বড়ুয়া বলেন খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এর মধ্যে গোডাউনের ভিতরে থাকা মালামাল ও পাশের আরেকটি দোকান পুড়ে যায়। যথাসময়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় ঐ এলাকার বাকী দোকানপাট অগ্নিকান্ডের কবল থেকে রক্ষা পাওয়ার কথা জানান তিনি।
মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন রাতে আমাদের কর্তব্যরত টহল পুলিশ এর এস আই বশির আহমেদসহ সঙ্গীয় ফোর্স ঐ কনফেকশনারি দোকানে আগুনের অস্তিত্ব টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনাস্থল পরিদর্শন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানান তিনি।