ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরের চাঞ্চল্যকর সিয়াম হত্যা মামলার আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৩ সংখ্যানুপাতিক পদ্ধতির মাধ্যমে সকলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। রংপুরে মটর শ্রমিক ইউনিয়ন-এর কার্যকরী পরিষদ কমিটি বিলুপ্তির দাবিতে মানববন্ধন সংখ্যালঘুদের ৮ দফা দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নতুন কমিটির শপথ অনুষ্ঠিত ভোলা বোরহানউদ্দিনে বসত ঘরে সন্ত্রাসী হামলা ও লুটপাট ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন পটুয়াখালীর নির্বাচন সম্পন্ন; সভাপতি এনায়েতুর, সম্পাদক শামীম মৃধা ৭ নভেম্বর সরকারি ছুটি পুর্নবহাল করতে হবে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আওয়ামীলীগ প্রকৃত ইতিহাসকে বিকৃত করে বাচ্চাদেরকে পড়িয়েছে কুমিল্লা সেনানিবাসে ১ম রানার কাপ গল্ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

একটা মানুষের ৮০০ বাড়ি থাকে বিদেশে: রুমিন ফারহানা

বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, একটা মানুষের ৮০০ বাড়ি থাকে বিদেশে, ১৪ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়ে যায়। এই ঘটনা জেনে এত ঘৃণা লেগেছে। মানুষ এতটা লোভী হতে পারে। কতটা লোভী মানুষের কাছে আমরা আমাদের রাজনীতি নিয়ে গেছি, ভাবতে অবাক লাগছে। এই রাজনীতির অবশ্যই পরিবর্তন করতে হবে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে এই আইনজীবী বলেন, ২০১৮ সালে একটা গ্রাফিতি ছিল দেয়ালে দেয়ালে, রাষ্ট্র মেরামতের কাজ চলছে। তাই জুলাইয়ের এই আন্দোলন হঠাৎ ঘটে যাওয়া কিছু নয়, এটা অনেক আগে থেকে সমাজের একটা অংশ ফ্যাসিবাদের টপ টু বটম পর্যন্ত পরিবর্তন চেয়েছে, রাষ্ট্র কাঠামো পরিবর্তন চেয়েছে। তাই এটা শুধু দেড় মাসের আন্দোলন বলা যাবে না।

রুমিন ফারহানা বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য দরকার রাজনীতির পরিবর্তন। রাজনীতির পরিবর্তন না হলে শুধু সরকার পতনের মধ্য দিয়ে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। রাজনীতি যদি ঠিক না হয়, তাহলে একটা নির্বাচন, একটা শাসন পরিবর্তন কখনো সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে পারবে না। আর এই রাজনীতি পরিবর্তনের দায়িত্ব শুধু রাজনীতিবিদদের নয়, এখানে জনগণের দায়বদ্ধতা রয়েছে। তাই রাজনীতিবিদদের দুর্বৃত্তায়ন হওয়ার কতটুকু স্বাধীনতা দেবেন, সেটা আপনারাই নির্ধারণ করবেন। পরবর্তী প্রজন্মের জন্য সুষ্ঠু ধারার রাজনীতির জন্য জনগণকে এটার পরিবর্তন করতে হবে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সাইফুল হক, আবু সাঈদ খান প্রমুখ। সভাপতিত্ব করেন গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আব্দুর নূর। অনুষ্ঠানের সঞ্চালনা করেন গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের সদস্যসচিব বাবর চৌধুরী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরের চাঞ্চল্যকর সিয়াম হত্যা মামলার আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৩

একটা মানুষের ৮০০ বাড়ি থাকে বিদেশে: রুমিন ফারহানা

আপডেট সময় ০৮:৩২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, একটা মানুষের ৮০০ বাড়ি থাকে বিদেশে, ১৪ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়ে যায়। এই ঘটনা জেনে এত ঘৃণা লেগেছে। মানুষ এতটা লোভী হতে পারে। কতটা লোভী মানুষের কাছে আমরা আমাদের রাজনীতি নিয়ে গেছি, ভাবতে অবাক লাগছে। এই রাজনীতির অবশ্যই পরিবর্তন করতে হবে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে এই আইনজীবী বলেন, ২০১৮ সালে একটা গ্রাফিতি ছিল দেয়ালে দেয়ালে, রাষ্ট্র মেরামতের কাজ চলছে। তাই জুলাইয়ের এই আন্দোলন হঠাৎ ঘটে যাওয়া কিছু নয়, এটা অনেক আগে থেকে সমাজের একটা অংশ ফ্যাসিবাদের টপ টু বটম পর্যন্ত পরিবর্তন চেয়েছে, রাষ্ট্র কাঠামো পরিবর্তন চেয়েছে। তাই এটা শুধু দেড় মাসের আন্দোলন বলা যাবে না।

রুমিন ফারহানা বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য দরকার রাজনীতির পরিবর্তন। রাজনীতির পরিবর্তন না হলে শুধু সরকার পতনের মধ্য দিয়ে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। রাজনীতি যদি ঠিক না হয়, তাহলে একটা নির্বাচন, একটা শাসন পরিবর্তন কখনো সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে পারবে না। আর এই রাজনীতি পরিবর্তনের দায়িত্ব শুধু রাজনীতিবিদদের নয়, এখানে জনগণের দায়বদ্ধতা রয়েছে। তাই রাজনীতিবিদদের দুর্বৃত্তায়ন হওয়ার কতটুকু স্বাধীনতা দেবেন, সেটা আপনারাই নির্ধারণ করবেন। পরবর্তী প্রজন্মের জন্য সুষ্ঠু ধারার রাজনীতির জন্য জনগণকে এটার পরিবর্তন করতে হবে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সাইফুল হক, আবু সাঈদ খান প্রমুখ। সভাপতিত্ব করেন গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আব্দুর নূর। অনুষ্ঠানের সঞ্চালনা করেন গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের সদস্যসচিব বাবর চৌধুরী।