রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ও ইন্টারকন্টিনেন্টালের ঢাকায় তদারককারী দুই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বদলির তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের এমডি (অতিরক্তি সচিব) এ কে এম বেঞ্জামিন রিয়াজী ও বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের এমডি (অতিরক্তি সচিব) মোহাম্মদ আতিকুর রহমানকে বদলি করা হয়েছে। এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে জাতীয় সংসদ সচিবালয়ে ও মোহাম্মদ আতিকুর রহমানকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, সরকারের প্রতিষ্ঠান হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এবং বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড ইন্টারকন্টিনেন্টাল ঢাকার পরিচালনা করে থাকে।